বিশেষ প্রতিনিধি : খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম ফিজি সম্মেলনে অংশগ্রহণ করতে যাওয়ার পথে সংক্ষিপ্ত যাত্রা বিরতি করেন দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল প্লাজা হোটেলে। এসময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।
সংক্ষিপ্ত আলাপকালে মন্ত্রী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভূমিকা অপরিসীম। সকল প্রবাসীদের যার যার অবস্থান থেকে বাংলাদেশের সুনাম যাতে বিনষ্ট না হয় সেই লক্ষে কাজ করতে হবে। বাংলাদেশের উন্নয়নের স্বার্থে দেশরত্ন শেখ হাসিনার সরকারের বিকল্প নেই। তাই প্রবাসীসহ আমাদের সকলের এক সাথে কাজ করে যেতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক মোঃশহিদুল ইসলাম হাসান, সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম ভূট্টো, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রফিকুল ইসলাম , যুবলীগ সভাপতি মনোয়ার হোসেন মানিক , সাধারণ সম্পাদক ময়মুর সুলতান , অন্যান্যের মধ্যে শিমুল হাসান এক্সেল , সুইট , মনিরুজ্জামান প্রমুখ।