জালাল হাওলাদার, ইতালিতে ২৪ ঘন্টায় করোনাভাইরাসে প্রানহানী ১৩জন (গতকাল ৩ )জনের। মৃত্যুর সংখ্যা বেড়ে ৩৫হাজার ৫৮ জন।আক্রান্ত (সম্ভাব্য) ৪ বাংলাদেশিসহ হয়েছে ১৯০(গতকাল ২১৯ ), এই ৪ বাংলাদেশি কয়েক দিন পূর্বে বাংলাদেশ থেকে ইতালিতে এসেছে এরা বিশেষ বিমানের যাত্রী হয়ে রোমে এসেছে। আজ লাছিও অঞ্চলে( রাজধানী রোমসহ) সনাক্ত ১৪ জনের মধ্যে ৪ জনই এই বাংলাদেশিরা ।
আইসিইউতে রোগীর সংখ্যা ৪৭ (গতকাল ৪৯) জন ।
ইতালিতে করোনা ভাইরাস আক্রান্ত ১লাখ ৯৭হাজার ১৬২ জন রোগী সুস্থ হয়েছেন। আজ সুস্থ হয়েছেন ২১৩ জন।
আক্রান্তের সংখ্যা চিকিৎসাধীন (পজিটিভ) ১২ হাজার ৪০৪ জন, এদের মধ্যে ৭৪৩ জন হাসপাতালে এবং ১১ হাজার৬৩৯ জন নিজ আবাসে চিকিৎসাধীন (হোম আইসোলেশনে) রয়েছেন।
সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ২লাখ ৪৪ হাজার ৬২৪ জন (মৃত্যু ,আক্রান্ত ও সুস্থ) ।এই ভাইরাসে এই নিয়ে ১৬৩চিকিৎসক এবং ৪১ নার্সের মৃত্যু হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে গিয়ে এ পর্যন্ত ২০ হাজার জন স্বাস্থ্য বিভাগের লোক আক্রান্ত হয়েছে।
অবসরপ্রাপ্ত ডাক্তার,নার্সও এম্ন্বুলেন্স কর্মি স্বাস্থ্য সেবার ব্রতে মাঠে নেমেছে।সরকারের এই বিচক্ষণতা প্রশংসনীয়।
ইতালির ২০ অঞ্চলের মধ্যে লোম্বারদিয়ায়ই করোনার আঘাত সবচেয়ে বেশী (মিলান, বেরগামো, ব্রেসিয়া, লদি, ক্রেমনাসহ ১১টি প্রদেশ)আজ এ অঞ্চলে মারা গেছে ৮ জন , মৃত্যুর সংখ্যা ১৬ হাজার ৭৮৩ জন ,মোট আক্রান্ত ৯৪ হাজার ৫৫৭ জন (মৃত্যু ,আক্রান্ত ও সুস্থ)।
সূত্রঃ লা রিপুবলিকা।
বিশ্বে করোনা ভাইরাস http://www.worldometers.info/coronavirus/