বাংলাদেশে আটকে পড়া হাজার হাজার ইতালি প্রবাসীদের জন্য আপাতত সুসংবাদ! ইতালিয়ান স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুরোধের প্রেক্ষিতে সিভিল এভিয়েশন অথরিটি (এনাক) ৩১ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত বাংলাদেশ সহ ১৭টি দেশ থেকে ইতালির উদ্দেশ্যে ফ্লাই করতে নিষেধাজ্ঞা সংক্রান্ত যে নোটিস টু এয়ারম্যান (নোটাম) ইস্যু করেছিলো, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুরোধের প্রেক্ষিতেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ‘এনাক’ আজ ২ আগস্ট রবিবার নতুন নোটাম ইস্যু করেছে চলমান নিষেধাজ্ঞা ১০ আগস্টে সীমাবদ্ধ রেখে। শিথিল করা অফিসিয়াল নোটাম অনুসারে বাংলাদেশ সহ ১৭টি দেশের জন্য প্রযোজ্য নিষেধাজ্ঞাটি ইউরোপীয় স্টান্ডার্ড টাইম ১ আগস্ট সকাল ১০টা ৫৯ মিনিট থেকে ১০ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বলবৎ থাকবে। ১১ আগস্ট থেকে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ হবে কি হবে না তা আগেভাগে নিশ্চিত হবার সুযোগ নেই।
🇮🇹 মাঈনুল ইসলাম নাসিম, ফ্রিল্যান্স সাংবাদিক।