ফ্রান্স আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহীন আরমান চৌধুরীর পিতা চাঁদপুর কচুয়ার বিশিষ্ট সমাজসেবক নাসির উদ্দিন চৌধুরী ১৯ সেপ্টেম্বর ঢাকায় স্থানীয় সময় বেলা পৌনে ১২টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি ঘাতক ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি একজন বিশিষ্ট ব্যাংকার ছিলেন। তিনি ৪ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন , গুনগ্রাহী রেখেগেছেন ।
তাঁর মৃত্যুতে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম , সাধারন সম্পাদক মুজিবুর রহমান , ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেম ও সাধারন সম্পাদক দিলওয়ার হোসেন সহ ফ্রান্স আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ কমিউনিটির বিশিষ্ট জনেরা শোক জানিয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে আল্লাহ দরবারে প্রার্থনা করেন তাঁকে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে যেন শোক সইবার শক্তি দান করেন