অনিল দাশ গুপ্ত: শেখ হাসিনা একটি আদর্শের নাম। শেখ হাসিনা এক অন্যতম মমতাময়ী মা।শেখ হাসিনা জাতির গর্ব-অহংকার ও ভালোবাসা। শেখ হাসিনা গণতন্ত্রের
মানসকন্যার পাশাপাশি-জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শের মানসকন্যা। বঙ্গবন্ধুর দুইকন্যা, জননেত্রী শেখ হাসিনা ও শেখ রেহানাকে যদি আমরা না পেতাম তাহলে বাংলাদেশের ইতিহাস অন্য রকম হতো-বলে আমি মনে করি।শেখ হাসিনা মাতৃস্নেহে-বাংলাদেশের গরীব দুঃখী মানুষের ভাগ্য উন্নয়নে দিন-রাত কাজ করে যাচ্ছেন।দেশরত্ন-শেখ হাসিনা বাংলাদেশের মেহনতী মানুষের অর্থনৈতীক মুক্তির পথ খুলে দিয়েছেন। শেখ হাসিনার অসংখ্যক সফলতাগুলোর মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধুর হত্যাকান্ডের এবং ঘৃণ্য যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করা অন্যতম বড় সাফল্য।
জননেত্রী শেখ হাসিনার বলিষ্ট ও দক্ষ নেতৃত্বে-দেশের অপরিসীম উন্নয়ন সাধিত হয়েছে। অন্যদিকে বাংলাদেশকে তিনি বিশ্বের বুকে মর্যাদাশীল রাষ্ট্র্রে পরিণত করেছেন। তাঁর তুলোনা
নেই। তিনি ইতিহাসের দুরদর্শী ও প্রজ্ঞাময় নেতা। দেশের মাটি ও মানুষের ক্ষতি হয়-এমন সিদ্ধান্ত তিনি কখনও গ্রহণ করেননি-করবে না। শেখ হাসিনা ছাড়া কিছু বুঝিনা,
বুঝতে চাইনা, বুঝবনা-এই শ্লোগানেই আমরা অবিরাম তাঁর পাশে থাকবো। আমাদের প্রাণপ্রিয় ও বিশ্বমানবতার জননী, জননেত্রী শেখ হাসিনার শুভ জন্মদিনে-পরিবারসহ তার
সুন্দর জীবন, সু-স্বাস্থ ও দীর্ঘায়ু কামনা করি। জয়তু-শেখ হাসিনা।
জয় বাংলা-জয়বঙ্গবন্ধু।
অনিল দাশ গুপ্ত
বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা, জার্মানী।