(Last Updated On: December 10, 2016)
বিজয় দিবস,স্বাধীনতা ও জাতীয় দিবস কিংবা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এলে বেড়ে যায় জাতীয় পতাকার কদড়।তাই জাতীয় পতাকা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে দেখা যায় হকারদের।ছবির ছেলেটির নাম রাসেল।বাড়ি মাদারীপুর,থাকে ঢাকায়।ঢাকা থেকে পাইকারী এনে বিভিন্ন জেলায় জেলায় বিক্রি করে এসব পতাকা।কুমিল্লা মহানগরীর কাপড়িয়াপট্টি এলাকা থেকে ক্যামেরা ক্লিক করেছেন/ছবিটি তুলেছেন হালিম সৈকত।