জাগো নিউজ, শিক্ষা-গবেষণার চেয়ে চুরি, দুর্নীতি, দলবাজির বেশি লীলাভূমি হয়ে উঠছে সরকারি বা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। জমি অধিগ্রহণ, নিয়োগ, কেনাকাটা থেকে শুরু করে স্থাপনা নির্মাণ, টেন্ডার, ভর্তিসহ পরতে পরতে কেবল টাকার গন্ধ। ক্ষমতাসীন বা তাদের আশীর্বাদপুষ্টরা ভাগে-যোগে এই গন্ধের শরিকানা পেলে আর সমস্যা হয় না। শব্দও হয় না। মিলমিশ-সমঝোতার জয় হয়।
বিস্তারিত