দেশপ্রিয় নিউজে সংবাদ প্রকাশের পর কুমিল্লার শাসনগাছা বাস টার্মিনালের রাস্তাটি অবশেষে পরিস্কার করেছেন কুমিল্লা সিটি করপোরেশনের ৩ নং ওয়ার্ড। পথচারীদের চলাচলের জন্য উপযুক্ত করায় পথচারীরা সাচ্ছন্দ্যে চলাচল করতে পেরে যেমন সাচ্ছন্দ্যেবোধ করছেন তেমনি খুশী স্থানীয় দোকানদারেরা। এই পথটি দিয়ে নিয়মিত চলাচল করা এক পথচারী জানান যে ভাই প্রতিদিনই এই পথটি কয়েক বার আমার আসা যাওয়া ছিলো,ময়লা উপর দিয়ে হেটে যেতে হতো দুর্গন্ধে নাক মুখ কাপড় দিয়ে ডেকে যেতে হতো , আর এখন আপনারা পেপারে লেখনে পরে সিটি করপোরেশন থেকে লোকজন এসে পরিস্কার করে দিয়ে যাওয়ার পরে এখন আর গন্ধও নাই হেটে যাইতেও অনেক ভালো হইছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। স্থানীয় দোকানদারদের সাথে কথা বলতেই আমি দেশপ্রিয় নিউজে রিপোর্টটি লিখেছি জেনে আপ্যায়নের জন্য ব্যস্ত হয়ে পরেন। তারা জানান যে পরিচ্ছন্নতার দায়িত্বে থাকাদের সাথে দফায় দফায় অনুরোধ করেও অনেকদিন ধরেই রাস্তাটি পরিস্কার করাতে পারছিলেন না। কিন্তু আপনারা নিউজে রিপোর্ট করার পর পরই সিটি করপোরেশনের লোকজন এসে রাস্তাটি পরিস্কার করে দিয়ে যায় অসংখ্য ধন্যবাদ আপনাদের।
উল্লেখ্য গত ১৩ জুন দেশপ্রিয় নিউজে ‘কুমিল্লার ফুটপাতটি যেন ময়লার বাগার’ শিরোনামে একটি প্রতিবেদন করা হওয়ার দুই দিনের মধ্যেই রাস্তাটি পরিস্কার হলো।
Leave a Reply