সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৪:৪৪ পূর্বাহ্ন

আওয়ামী লীগের বিকল্প বিএনপি-জামায়াত নয়

ফজলুল বারী
  • আপডেট টাইম : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ১৫৬ বার

ফজলুল বারী :আওয়ামী লীগের অনেক ভুল থাকতে পারে। কিন্তু আওয়ামী লীগের বিকল্প বিএনপি-জামায়াত নয়। আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলে বিএনপি-জামায়াতই ক্ষমতায় আসবে।সিপিবি-বাসদ নয়। রব-মান্নারা মন্ত্রিত্বের জন্য বিএনপি-জামায়াত নেতাদের পা মালিশ করবেন অথবা তৃতীয় বাচ্চার মতো আশেপাশে চক্কর মারবেন। বিভ্রান্ত প্রজন্মের মুখপাত্র নুরুরা এখন ঢাকায় ২/৩ কোটি টাকা দিয়ে অফিস নিতে চায়! এরা আর কোনদিন বিকল্প শক্তি হবেনা।

আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়া মানে জাতির পিতা বঙ্গবন্ধু মুজিব আবার নিষিদ্ধ হবেন বাংলাদেশে। আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে শুধু বিএনপি-জামায়াত নয়, প্রথম আলো-ডেইলি স্টারের মতো পত্রিকাও সিদ্ধান্ত নিয়ে মাঠে নেমেছে। নিরপেক্ষ ভান করা অনেকেরই মুখোশ খসে পড়েছে। পৃথিবীতে কোন মিডিয়ার নিরপেক্ষ নয়। এদের সবার বিরুদ্ধে লড়াই করে আওয়ামী লীগকে ক্ষমতায় থাকতে হবে।

মুক্তিযুদ্ধেও লড়াই করে বাংলাদেশ স্বাধীন করতে হয়েছে। যদি বাংলাদেশ না পাকিস্তান নির্বাচন হতো বাংলাদেশ স্বাধীন হতোনা। কারন এখানে পাকিস্তানপন্থী লোক বেশি-ভোটার বেশি। গত ১৪ বছরে দেশে অবিস্মরণীয় উন্নয়ন হয়েছে। আইটিখাতে উপকৃত লক্ষ লক্ষ তরুন প্রজন্ম। বাংলার কৃষকও উপকৃত আধুনিক কৃষি ব্যবস্থায়! এত তরুন আজ দেশে কৃষি-মৎস-পশু খামারের মালিক! তাদেরকে সংগে নিয়েই রুখতে হবে যুদ্ধাপরাধীদের আন্ডাবাচ্চাদের পুনরুত্থান! অসাদুজজামান নূর’রা আবার সামনে আসুন। কার্যকর করুন সম্মিলিত সাংস্কৃতিক জোট আর জাতীয় কবিতা পরিষদের মতো সংগঠনকে। ডাক দিন জাগো বাহে কোনঠে সবায়! আপনাদের ডাক প্রিয় প্রজন্ম শুনবেই। জয় বাংলা।

ফজলুল বারী,সিনিয়র সাংবাদিক, অস্ট্রেলিয়া।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2023 DeshPriyo News
Designed By SSD Networks Limited