ঢাকা- ১৭ আসনে মোট ভোটার ৩ লাখ ১৩ হাজার।
এর মধ্যে ভোট দিয়েছেন মাত্র ৩৬ হাজার ভোটার। অর্থাৎ ১১ শতাংশের কিছু বেশী।
আওয়ামী লীগের ভোটার যদি সর্বনিম্ন ৪০% ও হয় তা হলে ১ লাখ ৪০ হাজার ভোট পড়ার কথা।
কিন্তু মাত্র ২৮ হাজার ভোট পেলেন আওয়ামী লীগ প্রার্থী। তার মানে আওয়ামী লীগ নেতাকর্মীরাই ভোট দিতে যান নি।
ভোটের প্রতি তাদেরও অনীহা চলে এসেছে?
তা হলে আমাদের মতো সাধারণ মানুষের অবস্থা কি হবে?
এটা ভোটের রাজনীতি আর দলের প্রতি কমিটমেন্টের ভয়াবহ খারাপ দিক।
আওয়ামী লীগে যে কাউয়া আর হাইব্রিডে ভরে গেছে তার প্রমাণ এটা।
ভোটের প্রতি আস্থা হারিয়ে ফেলা গণতন্ত্রের জন্যও বিপজ্জনক।
ফেইস বুকে থেকে।
শংকর মৈত্র, সম্পাদক, আইন আদালত।
সাধারণ জনগণের পিঠ দেয়ালে লেগে গেছে, সরকার শুধুমাত্র প্রসাশনের কারণে টিকে আছে।