আজ ২২ জুন,মঙ্গলবার কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার আনন্দপুরে অবস্থিত হযরত শাহসূফী ফকির আবদুস সালাম রহঃ এর স্মরণে বার্ষিক ৪৫ তম ওরুছ মোবারক আনন্দপুরস্থ মাজার- মসজিদ প্রাঙ্গণে বেলা ১১ টা থেকে বাদ যোহর দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে। করোনা মহামারী ও প্রাকৃতিক দুর্যোগপূর্ণ পরিবেশের কারণে স্বাস্থ্য বিধি মেনে সীমিত পরিসরে রাতের পরির্বতে দিনে আয়োজন করা হয়েছে। ওরুছ মোবারকে উপস্থিত থাকবেন,স্থানীয় সুন্নী ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ ও সুন্নী নেতৃবৃন্দ।
উক্ত ওরুছ মোবারকে তরিকতপন্থী- সুন্নী মুসলমানসহ সালাম শাহ রহঃ এর আশেক -ভক্ত এবং মানবতাবাদী- সূফীমত পন্থী সকলকে আন্তরিক দাওয়াত পেশ করেন, মাজার ও খানকা শরীফ পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে সাংবাদিক ও কলামিস্ট গাজী মুহাম্মাদ জাহাঙ্গীর আলম জাবির বিশিষ্ট ব্যবসায়ি মোহাম্মদ হোসেন।ওরুছ মোবারকের কর্মসূচীঃ বেলা ১১ টায় গিলাফ চড়ানো,কোরআন তেলাওয়াত, নাতে রাসূল দঃ, খতমে কোরআন, খতমে গাউছিয়া ও খতমে খাজেগান, সালাম শাহ রহঃ এর জীবনি আলোচনা, বাদযোহর দোয়া, মিলাদ- কিয়াম, মোনাজাত ও তাবারুক বিতরন। বার্তা প্রেরক ডাঃ মোঃ নজরুল ইসলাম রিপন সাংগঠনিক সম্পাদক আনন্দপুর মাজার- খানকা শরীফ পরিচালনা কমিটি, বুড়িচং, কুমিল্লা।
Leave a Reply