জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেতা-নায়ক আলমগীর সুস্থ আছেন । বাসাতেই রয়েছেন। মৃত্যুর গুজব সত্য নয়। এভাবেই জানালেন নায়ক আলমগীরের তনয়া বিশিষ্ট সংগীত শিল্পী আঁখি আলমগীর।
তিনি বলেন, এর আগেও একাধিকবার আব্বার মৃত্যুর গুজব ছড়ানো হয়। বৃহস্পতিবার দিবাগত রাতে আবারও খবর ছড়াতে থাকে এই গুজব । আব্বা আর নেই। বেশ কিছু আইডি ও পেজে পোস্ট দিয়ে তিনি মারা গেছেন বলে দাবি করা হয়। যা দ্রুতই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
আঁখি ক্ষোভের সাথে বলেন, এ ভাবে কি করে এমন একটি ডাহা মিথ্যা খবর সোশ্যাল মিডিয়ায় আসে। তিনি বলেন, যারা এসব প্রচার করছে তাদের বিরুদ্ধে প্রশাসনের এখনই ব্যবস্থা নেবার সময় এসেছে। এদিকে,বৃহস্পতিবার সন্ধ্যায় এফডিসিতে গিয়েছিলেন আলমগীর। সেখানে পরিচালক ও প্রযোজকদের সঙ্গে সময় কাটিয়েছেন। আড্ডা দিয়েছেন নায়ক সাইমনের সঙ্গে।
অন্যদিকে কণ্ঠশিল্পী আঁখি আলমগীর ফেসবুকে এক পোস্টেও লেখেন, ‘আব্বু সুস্থ আছেন, ভালো আছেন। দয়া করে অমানুষের মত গুজব ছড়াবেন না। আপনারাও কোন বাবা মায়ের সন্তান। এত ঘৃণ্য কাজ কিভাবে করতে পারেন?’
Leave a Reply