ইতালি মিলানের ত্রেজানো সুল নাভিগলিওতে ( Trezzano sul Naviglio )এলাকায় বৃহস্পতিবার সকালে কাজের সময় মর্মান্তিক দুর্ঘটনায় মোহাম্মদ নোমান(২৫) মৃত্যু বরণ করেন। কোম্পানীতে কাজের প্রথম দিনে ক্রেন থেকে ভারী যন্ত্র পড়ে নোমানের মাথায় ও বুকে, পায়ে ও বাহুতে মারাত্নক আঘাত লাগে।
দ্রুত উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে নিগুর্দা (Niguarda di Milano ) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যাওয়া হয়, সেখানে কয়েক ঘন্টা পরে ডাক্তাররা তার মৃত্যু ঘোষণা করা ছাড়া আর কিছুই করতে পারেনি। কাজের প্রথম দিনেই এই মর্মান্তিক দুর্ঘটনায় মারা গেলেন নোমান।
নিহত নোমানের বাড়ি মুন্সিগঞ্জে। তার বাবা নেই , মা এবং ছোট ভাইকে নিয়ে মিলানে থাকতেন । গত আগস্টে বাংলাদেশে গিয়ে বিয়ে করে আবার তিনি ইতালিতে ফিরে আসেন।
এই নিয়ে গত ২৪ ঘন্টায় ইতালিতে কাজের স্থানে দুর্ঘটনায় ৫ মারা গেছে(Milan ১, Monza ১, Brescia ১, Cosenza ১, Sardegna ১।
ইতালিতে কর্মক্ষেত্রে গণহত্যা থামছেই না – কে প্রাপ্ত তথ্য অনুসারে গত বছর ১৫০০ জন মারা গেছে এবং ২০২৩ সালের প্রথম মাসগুলিতে ইতিমধ্যে কয়েকশ মারা গেছে ।
Leave a Reply