ইতালিতে বাংলাদেশির হাতে বাংলাদেশি খুন ইতালির একটি ক্যাম্পে আহমেদ রাব্বি নামে( ২৪) বাংলাদেশি যুবককে ছুরি দিয়ে গলাকেটে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে আরেক বাংলাদেশির বিরুদ্ধে। পুলিশ তার(ঘাতক) নাম প্রকাশ করেনি। এমিলিয়ানা নামক শহরে একটি ক্যাম্পে ৩০ অক্টোবর সোমবার আনুমানিক রাত ১০ টার দিকে এ হত্যাকাণ্ডটি ঘটে। ধারনা করা হচ্ছে নিহত যুবক ঘুমান্ত অবস্থায় ছিল।
নরসিংদীর রায়পুরা নিহত রাব্বির দেশের বাড়ি বলে জানা যায়। এ ঘটনার পর পুলিশ আসার আগেই বাংলাদেশি ওই যুবক পালিয়ে যায়। ঘটনারদিন তাৎক্ষণিক এ্যামবুলেন্স,পুলিশ এসে নিহত বাংলাদেশি যুবককে উদ্ধার করে। এবং পুলিশ আশেপাশের বসবাসকারীদেরকে সতর্ক করেন। স্থানীয় গণমাধ্যমে বলে, পরের দিন সকালে এ ঘটনায় জড়িতকে ফ্লাইং স্কোয়াডের সাহায্যে পুলিশ গ্রেফতার করেন।
পারমার মেয়র মিশেল গুয়ের মনে করেন, এধরনের সংহিতা আমাদের ভাবিয়ে তুলে। তাই সামাজিক, মানসিক সুস্থতা এবং অসুস্থতার বিষয়ে গুরুত্ব নিয়ে চিন্তা করতে হবে। ভাল এই যে,পুলিশ তাকে দ্রুত গ্রেফতার করেছে। আইন তার সঠিক বিচার করবে। এদিকে এ ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা এবং এতে দেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায় তারা।
Leave a Reply