জমির হোসেনঃ ইতালির তরিনো শহরে মোহাম্মদ ইব্রাহিম নামে (২৫) এক বাংলাদেশি যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৮ জুন) রাতে তরিনোর করসো ফ্রান্সিয়া রোডে একটি ভবনের তৃতীয় তলা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। বিজ্ঞাপন তরিনো শহরের একটি রেস্টুরেন্টে কাজ করতেন ইব্রাহিম।
রাতে ইব্রাহিমের এক রুমমেট কাজ শেষে বাসায় ফিরে মেঝেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় ফোন করেন। পরে পুলিশ এসে ইব্রাহিমের মরদেহ উদ্ধার করে। ঘটনার দিন বাসায় কেউ ছিল না। তার রুমমেটরা সবাই কাজে চলে যান। ওই দিন ইব্রাহিমের ছুটি ছিল। এই ফাঁকে দুর্বৃত্তরা তাকে হত্যা করে পালিয়ে গেছে বলে ধারণা পুলিশের।
Leave a Reply