ইতালির মিলানে একটি পরিত্যক্ত ভবনের ওপর ছোট বিমান বিধ্বস্ত হয়েছে, প্রাণ গেছে আট আরোহীর সবার। বিবিসির প্রতিবেদনে
ইতালিতে ভবনের ওপর বিমান বিধ্বস্ত, নিহত ৮বলা হয়, মিলানের লিনাতে বিমানবন্দর থেকে রওনা হয়েছিল বিমানটি, গন্তব্য ছিল সার্ডিনিয়া দ্বীপ। উড্ডয়নের পরপর শহরের উপকণ্ঠে ভূপাতিত হয় বিমানটি। প্রত্যক্ষদর্শীরা জানান, দুইতলা একটি খালি অফিস ভবনের ওপর আছড়ে পড়ে বিমানটি। বিশাল শব্দে বিস্ফোরণের পরই সেটিতে আগুন ধরে যায় এবং ঘন ধোঁয়ায় আকাশ ছেয়ে যায়। বিমানটির আছড়ে পড়ার তীব্রতায় আশপাশের এলাকায় মৃদু কম্পনও অনুভূত হয়। নিহতদের মধ্যে একটি বাচ্চা ছেলেও ছিল বলে স্থানীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছে। রাই টেলিভিশন জানিয়েছে, আরোহীরা সবাই ফরাসি ছিলেন। তবে স্থানীয় প্রশাসন এ বিষয়টি নিশ্চিত করেনি। বিমান আছড়ে পড়ার পর আগুন ধরে যাওয়ায় পুড়ে গেছে ভবনের কাছেই অবস্থিত স্যান ডোনাটো মিলানিজ মেট্রো স্টেশনে অপেক্ষারত কয়েকটি খালি গাড়ি। জানা গেছে, ভবনটি নির্মাণাধীন ছিল। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ারসার্ভিস কর্মীরা। বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ জানা যায়নি।
Leave a Reply