বুধবার, ০৭ জুন ২০২৩, ০৭:৪১ পূর্বাহ্ন

ইতালির আকাশে ৮ মে দেখা গেছে নিয়ন্ত্রণহীন চাইনিজ রকেট লং মার্চ ফাইভ বি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৮ মে, ২০২১
  • ৫১৬ বার

ইতালির রাজধানী রোমের আকাশে আজ ৮ মে শনিবার ভোরে খালি চোখেই দেখা গিয়েছে ভূপৃষ্ঠে আঘাত হানার অপেক্ষায় ছুটে চলা নিয়ন্ত্রণহীন চাইনিজ রকেট লং মার্চ ফাইভ বি। ভার্চুয়াল টেলিস্কোপের দায়িত্বশীল কর্মকর্তা ইতালীয় জ্যোতির্বিজ্ঞানী জানলুকা মাজি বিষয়টি নিশ্চিত করে বলেছেন, বস্তুটি নিজের অক্ষেও ঘুরছে বিধায় জলজল করছে আকাশে। একই ইতালীয় জ্যোতির্বিজ্ঞানী ৭ মে তারিখেও এটির ছবি তুলেছিলেন টেলিস্কোপে।

২০ টন ওজনের এই রকেট ভগ্নাংশ পৃথিবীর জলে বা স্থলে আছড়ে পড়ার নতুন সম্ভাব্য ইতালীয় স্থানীয় সময় ৯ মে রবিবার ভোর ৪টা ৫২ মিনিট, যা যথারীতি ঘন্টা ছয়েকের এদিক সেদিক হতে পারে এমন আপডেট দেয়া হয়েছে সর্বশেষ। নর্থ আমেরিকান এরোস্পেস ডিফেন্স কমান্ড (নোরাদ) সর্বশেষ যে ডাটা সরবরাহ করছে তাতে সময়ের ব্যবধান কমে এলেও ঠিক কোথায় আছড়ে পড়বে মহাকাশযানের ধ্বংসাবশেষ তা নিয়ে অনিশ্চয়তার কথা বলেছে।

ইতালির মধ্য-দক্ষিণাঞ্চল অবশ্য এখনো প্রবল ঝুঁকির মধ্যেই আছে। তবে মহাকাশযানের বিপদজনক ভগ্নাংশ আঘাত হানার ঝুঁকিপূর্ণ এলাকার তালিকায় যোগ হয়েছে আফ্রিকা, দক্ষিণ এশিয়া, প্রশান্ত মহাসাগর, অস্ট্রেলিয়া, উত্তর-মধ্য-দক্ষিণ আমেরিকার বেশ কিছু অঞ্চল। ইতালিয়ান, ইউরোপিয়ান এবং আমেরিকান জ্যোতির্বিজ্ঞানীরা দিনরাত কাজ করে যাচ্ছেন আপডেটেড ক্যালকুলেশনে। লং মার্চ ফাইভ বি কোন প্রান্ত দিয়ে পৃথিবীর বায়ুমন্ডলে ঢুকবে সেদিকে তীক্ষ্ণ নজর রাখছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

🇮🇹 মাঈনুল ইসলাম নাসিম, অনলাইন এক্টিভিস্ট।
Photo courtesy : Agenzia Nazionale Stampa Associata (ANSA)

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2023 DeshPriyo News
Designed By SSD Networks Limited
error: Content is protected !!