অনেক জায়গা গৃষ্মকালীন উৎসবের আয়োজন করা হচ্ছে। আগামী সতের তারিখ ভেনিসে ইউরোপের অন্যতম জনপ্রিয় আতশবাজির উৎসব রেদেনতোরে অনুষ্ঠিত হবে।
দুদিন আগে ইয়েজোলয় হয়ে গেল এক বড় উৎসব। কিন্তু আতঙ্কের বার্তা হলো- গত কদিনে আবারও বাড়াতে শুরু করেছে করোনার সংক্রমণ। ইয়েজোলর উৎসবের পর ভেনিস অঞ্চলের সংক্রমণ সবাইকে ভাবিয়ে তুলেছে।
এবারের সংক্রমণের প্রায় আশি ভাগ ইন্ডিয়ান ভেরিয়েন্ট।
ইতালির কিছু কিছু শহরে আরো একটা নতুন ভেরিয়েন্টের সন্ধান পাওয়া গেছে। যা পেরু ভেরিয়েন্ট নামে পরিচিতি পাচ্ছে। স্বাস্থ্য বিভাগ ভাবছে পেরু ভেরিয়েন্ট বাড়লে ইতালিতে ফের লকডাউন দিতে হতে পারে। আর তা হতে পারে সেপ্টেম্বর নাগাদ।
Leave a Reply