ফজলুল বারী : মির্জা ফখরুল আজ আবার বলেছেন আওয়ামী লীগ সন্ত্রাসীদের দল! কানাডার আদালতের রায় শুনে আবার তার যেন মেজাজ চড়েছে! তার রাজাকা-র আব্বুরা অবশ্য সেই একাত্তর থেকেই আওয়ামী লীগকে সন্ত্রাসীদের দল বলে আসছে। কারন আওয়ামী লীগ তাদের প্রানের পাকিস্তান ভেংগে বাংলাদেশ স্বাধীন করার যুদ্ধ করছিল। মুক্তিযোদ্ধাদের নাম ছিল দুষ্কৃতিকারী!
সেই একাত্তর থেকে মির্জার ফখরুল একজন বিশিষ্ট অকৃতজ্ঞ! ঠাকুরগাঁ সীমান্তের ওপারে ভারতের ইসলামপুরে মির্জা ফখরুলের নানাবাড়ি। মির্জা ফখরুল যখন ওপারে গেলেন তখন ইসলামপুরে একটি বোমা বিস্ফোরনের ঘটনা ঘটে। বোমা বিস্ফারণের সাথে জড়িত সন্দেহে মির্জা ফখরুলকে ধরে নিয়ে যায় ভারতীয় পুলিশ! তখন মির্জা ফখরুলের মামারা ইসলামপুরে আশ্রয় নেয়া আওয়ামী লীগ নেতাদের কাছে যান। তাদের ভাগনেকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে আনতে তাদের কাছে কাকুতি মিনতি করেন।
প্রবাসী আওয়ামী লীগ নেতারা তখন থানায় গিয়ে মির্জা ফখরুলকে নিজেদের জিম্মায় ছাড়িয়ে আনেন। এমন অকৃতজ্ঞ মির্জা ফখরুল যদি আওয়ামী লীগকে সন্ত্রাসী দল না বলবেতো কে বলবে। মির্জা ফখরুলের পরিবারও ফিরে আসে বাংলাদেশে। কারন তার বাবা মির্জা রুহুল আমিন চখা মিয়া রাজাকা-র। পাকিস্তানে তাদের ওপর হাত দেয় কার সাধ্য।
এখন দেশ স্বাধীন হবার আগে তারা যে পাকিস্তানে ফেরত এলেন এরপক্ষেতো একটা গল্প বলতে হবে! গল্পটা বলা হয় মির্জা ফখরুলের দুই বোন অপরূপ সুন্দরী। শরণার্থী যুবকেরা তাদের পিছু নেয়ায় তারা তাদের প্রিয় পাকিস্তানে ফেরত এসেছেন! সবাই তখন পাকিস্তানি সৈন্যদের হাতে ইজ্জত হারানোর ভয়ে সবাই ভারতে যায় পালিয়ে বেড়ায়, আর মির্জা ফখরুলরা ফিরে আসেন পাকিস্তানে! সেই পাকিস্তান বিরোধী আওয়ামী লীগ, যে দলের নেতারা ভারতীয় পুলিশের হাত থেকে তাকে ছাড়িয়ে এনেছিলেন তাদেরকে অকৃতজ্ঞ ফখরুলের সন্ত্রাসী মনে হবে নাতো কী মনে হবে? (২০০৫ সালে বিএনপি ক্ষমতায় থাকার সময় রাজাকারপো মুক্তিযোদ্ধা হিসাবে সার্টিফিকেট সংগ্রহ করেন)।
লেখাটি ফেইস বুক থেকে নেওয়া।
ফজলুল বারী, সিনিয়র সাংবাদিক, অস্ট্রেলিয়া প্রবাসী।
Leave a Reply