যুক্তরাজ্য পৃথিবীর অনেক মানুষের কাছেই স্বপ্নের দেশ। আর এই স্বপ্নের দেশে বসবাসের জন্য বৈধ ও অবৈধ ভাবে প্রচুর মানুষ দেশটিতে প্রবেশ করে প্রতিনিয়ত। কিন্তু এই দেশের নাগরিক হয়েও কিন্তু প্রচুর মানুষ এই দেশ ছেড়ে বসবাসের জন্য অন্য দেশে চলে যাচ্ছে।
শুনতে কিছুটা অবাক লাগলেও গত এক বছরে রেকর্ড সংখ্যক ১৩ লাখের বেশি মানুষ যুক্তরাজ্য ছেড়ে চলে গিয়েছে। যার মধ্যে সব থেকে বেশি গিয়েছে লন্ডন থেকে।
যুক্তরাজ্যের সম্প্রতি অভিবাসী সংক্রান্ত নতুন একটি গবেষনায় বলা হয়েছে, দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর গত বছরই প্রথম যুক্তরাজ্যে এতো কম সংখ্যক অভিবাসী প্রত্যাশী মানুষ এসেছে দেশটিতে। অর্থাৎ গত বছর সব থেকে কম মানুষ দেশটিতে থাকার আবেদন করেছেন।
দ্যা গভর্নমেন্ট ফাউন্ডেড ইকোনমিক স্টাটিস্টিকস সেন্টারের পক্ষ থেকে বলা হচ্ছে, শুধু যে মানুষ কম আসছে তাই নয়। ২০১৯ সালে শেষ সময় থেকে ২০২০ সালের শেষ সময় পর্যন্ত দেশটি থেকে ১৩ লাখ মানুষ স্থানান্তরিত হয়েছেন।
তবে উদ্বিগ্নের খবর হচ্ছে এই যে, পুরো দেশ জুড়ে ১৩ লাখ স্থায়ী বাসিন্দা চলে গেলেও সব থেকে বেশি গিয়েছে লন্ডন থেকে। রাজধানী লন্ডন থেকে ৭ লাখ স্থায়ী বাসিন্দা অন্য দেশে চলে গিয়েছে বলে গবেষনায় উঠে এসেছে। আর এ কারনে লন্ডনের জনসংখ্যা ৮ শতাংশ কমেছে গত বছর।
গবেষনায় আরও বলা হয়েছে, দেশটিতে কঠোর কাজ গুলোর সাথে যুক্ত স্থায়ী বাসিন্দা , যারা বিভিন্ন দেশ থেকে যুক্তরাজ্যে এসে স্থায়ী হয়েছেন তারাই বেশি দেশান্তরিত হচ্ছেন। আর এ কারনে হসপিটালিটি সেক্টর বিশেষ করে রেস্টুরেন্ট, পাব, বার ও বিনোদন কেন্দ্রগুলোতে কর্মী সংকট তৈরি হচ্ছে।
তবে বিদেশী স্থায়ী বাসিন্দা কমলেও যুক্তরাজ্যে জন্ম নেওয়া নাগরিকরা গত বছর রেকর্ড সংখ্যক কাজে যোগদান করেছেন । গত বছর ২ লাখ ৫০ হাজার নাগরিক নতুন করে কাজে যোগ দিয়েছেন, যারা যুক্তরাজ্যে জন্ম গ্রহন সূত্রে নাগরিক।
মূলত কর্মসংস্থানের অভাব, জীবন যাপন ব্যয় ও বিষন্নতার কারনেই অনেকে দেশটি ছেড়ে অন্য দেশ গুলোতে পারি দিচ্ছেন বলে মনে করছেন গবেষকরা।
Leave a Reply