নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ডাক্তার দেখানোর জন্য আমেরিকা যাচ্ছেন। ভাই সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পরামর্শে আগামী ৯ জুন তিনি আমেরিকা যাবেন।
বৃহস্পতিবার বিকেলে বসুরহাট পৌর মিলনায়তনে কোম্পানীগঞ্জ উপজেলা ও পৌর মহিলা আওয়ামী লীগের ঈদ পরবর্তী মিষ্টিমুখ অনুষ্ঠানে তিনি এ কথা জানান। কাদের মির্জা বলেন, গত ২২ মে বড় ভাই সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে ঢাকায় দেখা করেছি। তিনি আমার শারীরিক অবস্থা দেখে দ্রুত ডাক্তার দেখানোর পরামর্শ দেন। তাই আমি নিয়মিত রুটিন চেকআপে দেশের বাইরে যাচ্ছি। গত ৬ মে আমার ডাক্তার দেখানোর নির্ধারিত তারিখ থাকলেও নানা কারণে যাওয়া হয়নি। তাই আগামী ৯ জুন আমি আমেরিকার উদ্দেশে রওয়ানা হয়ে ২৩ জুন আবার দেশে ফিরব।
তিনি বলেন, কোম্পানীগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ রয়েছেন। তারা তাদের নিয়মিত কাজ করবেন। আমাকে কোম্পানীগঞ্জ উপজেলা ও পৌর মহিলা আওয়ামী লীগের বিভিন্ন বিষয়ে যোগাযোগ রাখার জন্য বলা হয়েছে। আমার অনুপস্থিতে আমার স্ত্রী আক্তার জাহান বকুল কোম্পানীগঞ্জ উপজেলা ও পৌর মহিলা আওয়ামী লীগের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন। তাকে সকল বিষয় বুঝিয়ে দেওয়া আছে।
প্রসঙ্গত, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি, টেন্ডারবাজি, তদবির বাণিজ্য, অপরাজনীতির বিষয়ে নানা বিস্ফোরক মন্তব্য করে আলোচনায় আসেন কাদের মির্জা। এলাকায় তার সমর্থক ও তার প্রতিপক্ষ সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের নেতৃত্বাধীন উপজেলা আওয়ামী লীগের মধ্যে দীর্ঘ ৫ মাস যাবত দ্বন্দ্ব সংঘাতে তরুণ সাংবাদিক মুজাক্কির ও শ্রমিক লীগ আলা উদ্দিন নামে দুজনের প্রাণহানির ঘটনাও ঘটে। ওই সব ঘটনায় শতাধিক আহত হয়ে এখনও অনেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সংঘর্ষের ঘটনায় মামলা পাল্টা মামলায় অনেক নেতাকর্মী এখনো জেল হাজতে আছে।
Leave a Reply