শুক্রবার, ০২ জুন ২০২৩, ০৪:৫৬ অপরাহ্ন

কঠোর লকডাউনে কঠোর অবস্থানে কুমিল্লার আইনশৃঙ্খলা বাহিনী

তোফায়েল আহমেদ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৩৮৭ বার

তোফায়েল আহমেদ: করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে কুমিল্লায় কঠোরভাবে পালিত হচ্ছে লকডাউন। সেনাবাহিনী ও বিজিবির ১৩টি টিম লকডাউন কার্যকরে মাঠে কাজ করছে। সকাল থেকে কুমিল্লা জেলায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবিকে টহল দিতে দেখা গেছে।

এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে চলছে না কোনো গণপরিবহন। জরুরি সেবার আওতাভুক্ত কিছু ব্যক্তিগত গাড়ি চলছে। তারপরও পরিচয়পত্র যাচাই-বাছাই করে ছাড়ছে ট্রাফিক পুলিশ। সীমিত লকডাউনে মোটরসাইকেল চলতে দেওয়া হলেও এখন তা চলতে দেওয়া হচ্ছে না। মহাসড়ক অনেকটাই ফাঁকা রয়েছে।
জেলা ট্রাফিক পুলিশের মাধ্যমে জানা যায়, কোনো গণপরিবহনই চলতে দেওয়া হচ্ছে না। জরুরি প্রয়োজনে কিছু ব্যক্তিগত গাড়ি চলাচল করছে। জেলা প্রশাসকের কঠোর নির্দেশ জরুরী প্রয়োজন ছাড়া কাউকেই বের হতে দেওয় হবেনা।
কুমিল্লার জেলা প্রশাসক মো. কামরুল হাসান বলেন, লকডাউন চলাকালে বিনা প্রয়োজনে কেউ বের হলে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। কুমিল্লায় সেনাবাহিনী ও বিজিবির ১৩টি টিম মাঠে কাজ করছে। সকল উপজেলায় ম্যাজিস্ট্রেটরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শুরু করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2023 DeshPriyo News
Designed By SSD Networks Limited
error: Content is protected !!