” তোফায়েল আহমেদ : পালপাড়ার ঐতিহ্যেবাহী মজুমদার বাড়ির মহিউদ্দীন মজুমদার (মোহন মজুমদার ) এর দ্বিতীয় ছেলে মোঃ সোহরাব হোসেন মজুমদার কুমিল্লা মেডিক্যাল কলেজে ২০২০/২০২১ সালের MBBS এ ভর্তির পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অধ্যয়নের যোগ্যতা অর্জন করায় পালপাড়া মহেশপুর প্রবাসী কল্যাণ সংগঠন আয়োজিত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সোহরাব মজুমদারের হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন সোনার বাংলা বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ স্যার ও পালপাড়া আছিয়া গনি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষিকা কুশিয়ারা বেগম এবং উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এস এম এস আলমগীর হোসেন, সোহরাবের গর্বিত পিতা মহিউদ্দীন মজুমদার , শফিকুল ইসলাম , হাজী মফিজুল ইসলাম , নজির আহমদ, পালপাড়া আছিয়া গনি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পরিজা বেগম, কাজী আবু জাকের প্রমুখ।
Leave a Reply