কুমিল্লার ইতিহাসে এমন শোক সমাবেশ হয়েছে কিনা জানা নেই ! এই নাগরিক শোক সমাবেশ প্রমান করেছে অধ্যক্ষ আফজল খান ও কুমিল্লা অবিচ্ছেদ্য । তিনি যেমন আকন্ঠ কুমিল্লাকে ভালবেসেছেন , কুমিল্লার মানুষও হৃদয় নিংড়ানো ভালবাসা ও ভক্তি দিয়ে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন । তিনি সবসময় বলতেন আমার উপরে আল্লাহ ও আল্লাহর রাসুল আছেন । জীবিত অধ্যক্ষ আফজল খানের চেয়ে মৃত অধ্যক্ষ আফজল খান অনেক বেশী শক্তিশালী । শুক্রবার কুমিল্লা টাউন হল ময়দানে ““হৃদয়ে স্মরণে স্মৃতিতে ভালোবাসায়” অধ্যক্ষ আফজল খান,“নাগরিক শোক সমাবেশ”টি জনস্রোতে পরিনিত হয়। এতে সভাপতিত্ব করেন কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাঃ মোসলে উদ্দিন আহমেদ।
Leave a Reply