গাজী জাহাঙ্গীর আলম জাবির, কুমিল্লা। কুমিল্লার চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়নের কুখ্যাত মাদক ব্যবসায়ী ও চোরাকারবারি ইউনূসকে মাদক সহ গ্রেপ্তার করেছে চান্দিনা থানার পুলিশ। গতকাল কুমিল্লার চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়ন থেকে কুখ্যাত এ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায় মাদক ব্যবসায়ী ইউনূসের জন্য ইউনিয়নে চুরি ছিনতাই কিশোর গ্যাং এর পাশাপাশি মাদকের ভয়াবহ অবস্থা সৃষ্টি এবং সমাজে বিশৃংখলা,অশান্তি হচ্ছে। তার বিরুদ্ধে বেশ কয়টা মাদক মামলা রয়েছে।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস জানান, কুখ্যাত মাদক ব্যবসায়ী ইউনূসকে গ্রেপ্তার করার পর এলাকাতে মিষ্টি বিতরণ করেছেন এলাকার সর্ব সাধারন ও সুশীল সমাজ। ইউনুস একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মাদক সম্রাট ইউনূসএলাকায় অবস্থান করছে মাদকসহ এমন অবস্থায় আমরা আমাদের সঙ্গে প্রশাসনকে নিয়ে আমরা তাকে গ্রেফতার করতে সক্ষম হই সাথে সাথে এলাকার জনগণ তার এই গ্রেফতারকে কেন্দ্র করে মিষ্টি বিতরণ কার্যক্রম শুরু করেছে। অভিনন্দন জানিয়েছে কুমিল্লা পুলিশ সুপার ও চান্দিনা থানার অফিসার ইনচার্জ শামসুদ্দিন মাহমুদ ইলিয়াস ।
Leave a Reply