নাসির উদ্দিনঃ সততার পবিত্র বার্তা ছড়িয়ে দেয়ায় কুমিল্লার নতুন ডিসি মো. কামরুল হাসান’কে আগাম অভিবাদন। এই বার্তা স্বভাবতই কুমিল্লার ডিসি অফিসের কর্মকর্তা কর্মচারী ও জেলার শিক্ষিত সজ্জন মানুষদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। অসাধুরা কানাঘুষা এবং নতুন কৌশল নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছেন। আর নাগরিকরা অপেক্ষায় আছেন সুফল এবং ভবিষ্যত দেখার।
কামরুল ইসলাম গত ৮ মার্চ ‘২১ সোমবার প্রথম স্টাফ মিটিংয়ে সাবধান করে বলেছেন, এল আর ফান্ডের টাকা যেন তার ব্যক্তিগত কোনো খাতে না ঢুকে। তাঁর নিজের বেতনেই তিনি জীবনধারণ করবেন। অন্যদেরকেও তিনি একই বার্তা দিয়েছেন। বলেছেন বাসায় গিয়ে নিজ নিজ সন্তানদের জিজ্ঞেস করবেন, ঘুষ দুর্ণীতির টাকায় তারা জামা কাপড় পড়তে চায় কিনা? নিশ্চয়ই সন্তানেরা তা চাইবে না। ফলে কোনো দুর্ণীতি করা চলবে না। সরকারি চাকুরীতে জনগণের সেবার মনোভাব ধরে রাখার তাগিদ দিয়েছেন তিনি।
কর্মচারীদের অনেকেই বলাবলি করছিলেন গত ৫ বছরে কুমিল্লায় ৩ হাজার কোটি টাকার ভূমি অধিগ্রহণ হয়েছে এল এ শাখার মাধ্যমে। এই টাকার ৩ তিন শতাংশ এল আর ফান্ডের নামে দুর্ণীতিবাজ বিভিন্ন কর্মকর্তা কর্মচারীর পকেটে ঢুকেছে। এল আর ফান্ডে এক টাকাও ঢুকেনি। এই ডিসি থাকলে এই বিশাল টাকা এল আর ফান্ডেই থাকতো।
কুমিল্লায় এল এ শাখার এই দুর্নীতি ছাড়াও ডিজিটাল হওয়া স্বত্বেও খতিয়ান বিতরণের নামে নানা অজুহাতে সাধারণ মানুষকে হয়রানি করে ঘুষ আদায় করা হয়। সাধারণ মানুষ এতে অতিষ্ঠ।
নাসির উদ্দিনঃঃ সাংবাদিক ও সংগঠক।
Leave a Reply