তোফায়েল আহমেদঃ কুমিল্লা শহরে প্রবেশদ্বার হচ্ছে শাসনগাছার টার্মিনালের পথটি ধরে পূর্ব দিকে, দেশের বিভিন্ন জায়গায় হতে মানুষ শিক্ষা সংস্কৃতির ঐতিহ্যের জনপ্রিয় জনপদের কুমিল্লা আসেন এবং শাসনগাছার বাসস্ট্যান্ডে নেমেই পূর্বদিকে যেতে হয়। কেউ সিএনজি বা অটোরিক্সায় উঠে শহরের বিভিন্ন যায়গা ছলে যান। কিন্তু বিপদের পরেন পায়ে হেটে যাতায়ত কারিরা। পেছনের বাদশাহ মিয়া বাজারের কাচা বাজারে সারাদিনের বর্জ্য আবর্জনা ও আশেপাশের ফল দোকানের আবর্জনা এই জায়গাটিতে ফেলতে ফেলতে একটি ময়লার বাগারে পরিনত করছে। এতে যেমন পথচারীদের চলাচলের অসুবিধা হচ্ছে এবং ছড়াচ্ছে দুর্গন্ধ নষ্ট করছে পরিবেশ।
অথচ কুমিল্লা জেলার ঔষধের পাইকারি বাজারটি এর পাশেই এব অন্য পাশে রয়েছে একটি বেসরকারি হাসপাতাল। রাস্তা অপর পান্তে রয়েছে একটি সোনালী ব্যাংকের জনবহুল শাখা। মানুষ নাক মুখে কাপুর দিয়ে হেটে যেতেও ধম বন্ধ হওয়ার উপক্রম হয় এবং কেউ কেউ ভমি পর্যন্ত করতে দেখা গিয়েছে। কয়েকজন পথচারীর কথা বলা যানা যায় তারা বাধ্য হয়ে এই পথে যেতে হয় কারণ বিকল্প কোন পথ খোলা নেই। স্থানীয় দোকানদারদের সাথে কথা বলে জানা যায় যে তারা কাউকে দেখেন না ময়লা নিয়ে যেতে এবং ময়লা ফেলতে সবাইকেই দেখেন কিন্তু তারা প্রভাবশালী হওয়ায় ভয়ে তার প্রতিবাদ করতে পারছেন না। অথচ তাঁরা নিয়মিত পরিচ্ছন্নতার জন্য পয়সা দিয়ে থাকেন। আর এই ময়লা দুর্গন্ধের জন্য খরিদ্দারও আসেন না তাই ক্ষতি হচ্ছে তাদের ব্যবসার। তাই যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে নিয়মিত ময়লা পরিস্কার করে ও যথাস্থানে ময়লা ফেলার ব্যাবস্থা করে পরিবেশটি পরিছন্ন রাখতে দুর্গন্ধ থেকে মুক্ত করে জনসাধারণের চলাচলের জন্য পথটি উপযুক্ত রাখতে পদক্ষেপ নিবেন।
Leave a Reply