গাজী জাহাঙ্গীর আলম জাবির, কুমিল্লা থেকে।। পানি তোলার টিউবওয়েলের ভিতরে জাতীয় পাখি দোয়েলের বাসা। সেখানে ডিম দিয়ে তিনটি ছানা ফুটিয়েছে। ছানার কিছিমিছি ডাকে মুখর চারপাশ। কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৪নং আমড়াতলি ইউনিয়নের ভুবনঘর গ্রামের পোদ্দার পাড়ের মসজিদ সংলগ্ন মোঃ আবুল হাশেম বাড়ির টিউবওয়েলের ভিতরে ব্রাকেটের উপরে বাসা বাঁধে দোয়েল। নিরাপদ ভেবে হয়তো পাখি এসে বাসা বেঁধেছে। এলাকাবাসি জানান, বাড়ির টিউবওয়েলের ভিতরে জাতীয় পাখি দোয়েল বাসা তৈরি করেছে। ইতিমধ্যে ছানাগুলো উড়াউড়ির অনুশীলন করছে। টিউবওয়েলের ভিতরে দোয়েল পাখির বাসা দেখার পর থেকে পানি উঠানো বন্ধ করে দিয়েছি টিউবওয়েলের মালিক আভুল হাশেম। তিনি জানানবর্তমানে মোটরের সাহায্যে পানি উঠিয়ে ট্যাপের মাধ্যমে ব্যবহার করি।এক জায়গায় টিউবওয়েল এবং অন্য জায়গায় ট্যাপ। পাখি কী করে এতটা নিশ্চিত হলো তাদের নিরাপদ স্থান এ স্থানটি। আর টিউবওয়েল ব্যবহার করলে ছানাগুলো মারা যেত। পরিবারের সদস্যদের আন্তরিকতায় পাখি তার ছানাগুলো বড় করছে । এ খবর ছড়িয়ে পড়লে আশে পাশের উৎসুক জনতা দেখার জন্য সেখানে ভীড় করছেন এবং দেখে যাচ্ছেন।কিছু দিনের মধ্যেই পাখিগুলো মুক্ত আকাশে চলে যেত পারবে। তাদের জন্য শুভ কামনা রহিল এবং যারা পাখি ও ছানাগুলোর প্রতি মমতা দেখিয়েছেন তাদের ধন্যবাদ জানাচ্ছেন সাধারণ মানুষজন। ই-মেইলে ছবি আছে,১১/০৬/২০২১ ইং গাজী জাহাঙ্গীর আলম জাবির, কুমিল্লা থেকে
Leave a Reply