তোফায়েল আহমেদঃ কুমিল্লা সদরের পালপাড়া মহেশপুর প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যেগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছেন । শুক্রবার দিনব্যাপী পালপাড়া আছিয়াগনি উচ্চ বিদ্যালয়ে পালপাড়া ও মহেশপুরের প্রবাসীদের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে রোগীদের চিকিৎসা সেবা দেয়া হয়। । আদর্শ সদর উপজেলার পালপাড়া, মহেশপুর, বানাশুয়া, ষোলনল সহ আশেপাশের বিভিন্ন গ্রামের অন্তত দেড় শতাধিক সাধারণ মানুষজন এ সেবা গ্রহণ করেন। চিকিৎসা সেবা নিতে আসা স্কুল শিক্ষক ফেরদৌস আহমেদ জানান, বাড়ীর কাছে ফ্রী চিকিৎসা পেয়ে আনন্দিত তিনি। ফ্রী মেডিকেল ক্যাম্পের চিকিৎসা সেবা দেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ মেহেদী হাসান ভুঁইয়া।
Leave a Reply