তোফায়েল আহমেদ : কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় মাদক ব্যবসায়ী স্বামীকে ইয়াবা দিতে গিয়ে আটক হলেন স্ত্রী পাখি আক্তার (৩২)।
উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছুফুয়া গ্রামের বিল্লাল মিয়ার স্ত্রী পাখি আক্তার । সোমবার (১৪ জুন) চৌদ্দগ্রাম থানার সামনে থেকে ২০০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১৩ জুন) পাখি আক্তারের স্বামী বিল্লাল মিয়াকে (৪০) ৫ কেজি গাঁজাসহ আটক করা হয়। সোমবার দুপুরে বিল্লালকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়।
এমন সময় স্ত্রী পাখি আক্তার তার সঙ্গে দেখা করতে চৌদ্দগ্রাম থানায় আসেন। বিল্লালের জন্য নিয়ে আসেন ইয়াবা। এসময়ে তার কাপড়ের ব্যাগ তল্লাশি করে ২০০ পিস ইয়াবা পাওয়া যায় । এ ঘটনায় তার নামেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে স্বামী-স্ত্রী দু’জনকেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভরঞ্জন চাকমা বলেন, মাদক ব্যবসায়ীর স্ত্রী পাখি তার সঙ্গে দেখা করতে আসলে গতিবিধি সন্দেহজনক মনে হয়। বিল্লাল মিয়ার জন্য নিয়ে আসা কাপড়ের ব্যাগ তল্লাশি করে ২০০ পিস ইয়াবা জব্দ করি। দুজনের নামে মামলা দায়ের করে আদালতে মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
Leave a Reply