কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী আওয়ামীলীগের ত্রান ও সমাজকল্যান বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ও ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোঃ শাহজালাল বুড়িচং- ব্রাহ্মণপাড়ার কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও ইফতার করেন।
রবিবার বিকালে কুমিল্লার একটি স্থানীয় হোটেলে মতবিনিময় সভায় তিনি বলেন, বেকারত্ব দূর করার পাশাপাশি জনগণের পাশে থেকে বুড়িচং ব্রাহ্মণপাড়ার উন্নয়নে অংশীদার হতে চাই এবং মাদক ও অপরাজনীতিমুক্ত সমাজ গঠনে কাজ করার আশা প্রকাশ করেন। তিনি ব্রাহ্মণপাড়ার সিদলাই মৃত মৌলভী নুরুল হকের ছেলে। এছাড়া তিনি সম্পাদক ও প্রকাশক- দৈনিক ভোরের আওয়াজ, The Daily Banner ও সাপ্তাহিক চিরন্তন। ১৯৮০ সালে বাংলাদেশ ছাত্রলীগ কবি নজরুল সরকারি কলেজ, ১৯৮২-৮৬ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ এবং ১৯৮৬-৮৯ ঢাকা মহানগর জাতীয় ছাত্রলীগের সভাপতি ছিলেন। ২০১১-১৮ বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি’র তথ্য ও গবেষণা সম্পাদক ছিলেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার সহ-সভাপতি। ইফতার মাহফিলে বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply