বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ১২:৩৪ অপরাহ্ন

কোভিড ১৯ বটতলী প্রবাসী কল্যাণ ফোরাম

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ৪৪২ বার

কোভিড 19 কুমিল্লা জেলা লাঙ্গল কোট উপজেলার বটতলী ইউনিয়ান সৌদি আরব প্রবাসী কল্যাণ ফোরামের কার্যকারী কমিটি ঘোষণা ।

করুনা ভাইরাস কোভিড 19 কুমিল্লা জেলা লাঙ্গল কোট উপজেলার বটতলী ইউনিয়ান প্রবাসী কল্যাণ ফোরামের কার্যকারী কমিটি ঘোষণা করা হয়েছে ।

পবিত্র কোরআন তেলোয়াতের মধ্যে দিয়ে এবং বিশিষ্ট ব্যবসায়ী এনামুল হক ভূঁইয়ার সভাপতিত্বে উপদেষ্টা মোহাম্মাদ ইসমাইল হোসেন ও মিজানুর রাহমানের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি সাংবাদিক আবুল বশির । বিশেষ অতিথি হিসেবে বক্তাব্য রাখেন , সহ সভাপতি ইকবাল মাহমুদ ,

 সদস্য শেখ আহমেদ ভুট্টু , শেখ রিপন সহ অনেকে ।

এসময় অনুষ্ঠানের সভাপতি এনামুল হক ভূঁইয়া বলেন বটতলী ইউনিয়ানের  হতদরিদ্র অসহায় পরিবারের পাশে দাঁড়াবেন , পাশাপাশি বটতলি ইউনিয়ানের সকল  করুণা আক্রান্ত ও ক্যান্সার রুগিদের চিকিৎসার জন্য বিভিন্ন প্যাকেজের মাধ্যমে অর্থ পাঠিয়ে  সাহায্য সহযোগিতা  করা হবে বলে জানিয়েছেন ।

তিনি আর ও বলেন বটতলি ইউনিয়ানের বিত্তমান যারা রয়াছেন , এবং বটতলী ইউনিয়ানের মানুষ যারা দেশের বাহিরে বিভিন্ন দেশে রয়েছেন , সকল কে বটতলি হত দরিদ্র অসহায় মানুষের পাশে দাড়াবার জন্য উদার্থ আহবান করেন ।

পরে অনুষ্টানের প্রধান অতিথি সাংবাদিক আবুল বশির, মালয়েশিয়া প্রবাসী নাসির উদ্দিনকে সভাপতি ও সৌদি আরব প্রবাসী জাহাঙ্গীর আলম মজুকে সাধারন সম্পাদক করে , ৬৪ সদস্য্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন ।

সাংগঠনিক সম্পাদক মোঃ ঈমাম হোসেন মিল্টন , সিনিয়ার সহ সাংগঠনিক সম্পাদক শাহজাহান গাজী ,সহ সাংগঠনিক হেলাল মোল্লা ।

  সহ সভাপতি – মোঃ মীর হোসেন মোল্লা মিরু ,সহ সভাপতি – মোঃ ইকবাল মিয়া , জসিম উদ্দিন ,ইয়াছিন আলম , মহিউদ্দিন , নুর আলম , ইয়াছিন মোল্লা , আবু জাফর ভুইয়া ।যুগ্ন সাধারন সম্পাদক  নজরুল ইসলাম রুদ্রখান , ইব্রাহিম খালিল ফারুক , খোরশেদ আলম ।

মাছুম মজুমদার , রাজু আনোয়ার , নুরুন্নবি , ওমর ফারুক , ইঞ্জিয়ার ইব্রাহিম , আলাউদ্দিন জুয়েল , লোকমান হোসেন , বাবুল , ফারুক হোসেন ,মনির হোসেন ,শাহাদাৎ হোসেন , গিয়াস উদ্দিন , ফোরকান মজুমদার , সাইফুল ইসলাম , নজির আহমেদ , শহিদুল ইসলাম ,ইমাম হোসেন , হাফেজ হাসান আহমেদ ,

সম্রাট শাহাজাহান , বদিউল আলম , শাহাজাহান খান , মাসুদ ভুইয়া ,সোহাগ ,শেখ রিপন , সুমন মির্জা , সালাউদ্দিন , ইমাম আলম , আহমেদ নাসির ,জামশেদ , শাহ আলম ,তোফায়েল আহমেদ , হানিফ ভুইয়া , গোলাম মাওলা , বাহাদুর , হাতেম , ওসমান গনি ,ফেয়ার আহমেদ মন্টু , নরশেন , ইলিয়াস হোসেন , সাইফুল ইসলাম , ইউসুফ মিয়া , মহিন উদ্দিন প্রমুখ ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2023 DeshPriyo News
Designed By SSD Networks Limited
error: Content is protected !!