জাকির হোসেন মারুফ ঃ হেলেনা জাহাঙ্গীরকে দলীয় পদ থেকে অব্যাহতি প্রসঙ্গে
এই সব আইওয়াশ মার্কা অব্যাহতি দিয়ে কি হবে?আবারও নতুন নতুন হেলেনা জাহাঙ্গীর /শাহেদদের জন্ম হবে অথবা সংগঠনের অভ্যন্তরেই এরা হয়তো আছে।
কমিটি যখন হয় উপ-কমিটির চেয়ারম্যান,সদস্য সচিব এবং দলীয় সাধারণ সম্পাদকের স্বাক্ষর থাকে।দপ্তর সেল এগুলো প্রস্তুত করে।নেতৃবৃন্দকে খুঁজে বের করতে এদের সুপারিশদাতা ও পৃষ্ঠপোষক কারা?
ঐ সুপারিশদাতা ও পৃষ্ঠপোষকদের শাস্তির প্রতিবিধান এবং দায়িত্বশীল ব্যক্তিদের জবাবদিহিতা নিশ্চিত হলেই সংগঠনে এধরনের ঘটনার বার বার পুনরাবৃত্তি ঘটবে না।
জাকির হোসেন মারুফ,
সাবেক সাংগঠনিক সম্পাদক,বাংলাদেশ ছাত্রলীগ।
ফেইস বুক থেকে।
Leave a Reply