শুক্রবার, ০২ জুন ২০২৩, ০৬:০৮ অপরাহ্ন

গ্রীসের বাংলাদেশ দূতাবাসকে সাধুবাদ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ৫০১ বার
গ্রীসের এথেন্সে বাংলাদেশ দূতাবাসকে সাধুবাদ, বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে ২৭ এপ্রিল ২০২১ থেকে পাসপোর্ট রি-ইস্যু ফি ৮৫ ইউরো নির্ধারণ করার জন্য। অন্যদিকে ইউরোজোনে বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেট রেমিট্যান্স যোদ্ধা প্রবাসী ভাই-বোনদের কষ্টার্জিত অর্থ লুটপাটের রাস্তা খোলা রাখতে কোথাও ৯৪ ইউরোর আইওয়াশ আবার কোথাও ১০০ ইউরোর সেই মান্ধাতার ফি চালু রেখেছে বহাল তবিয়তে। ঢাকা থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে প্রতিটি মিশনকে ১০০ ইউএস ডলারের বাধ্যবাধকতা ঠিক করে দিলেও সমপরিমাণ ৮২/৮৩ ইউরোর সাথে সামঞ্জস্যপূর্ণ ৮৫ ইউরোর ইউনিক রেট আজও নির্ধারিত হয়নি ইউরোপের বিভিন্ন দেশে।
অতিরিক্ত আদায়কৃত ১০/১৫ ইউরো লুটপাট যদি না হয়ে থাকে সেক্ষেত্রে রাষ্ট্রের কোষাগারে জমা হবার প্রমাণ অবশ্যই হাতে পাবার অধিকার আছে প্রবাসীদের। লুটপাট হোক বা না হোক, যাদের কাছ থেকে সাম্প্রতিক সময়ে ৮৫ ইউরোর অতিরিক্ত অর্থ হাতিয়ে নিয়েছে ইউরোজোনে বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেট, তাদেরকে অবশ্যই সেটা ফেরত দিতে হবে সসম্মানে। লুটপাটের রকমারি পাইপলাইন বন্ধ করে দিতে হবে যে কোন মূল্যে। মাথার ঘাম পায়ে ফেলা রেমিট্যান্স যোদ্ধাদের কষ্টার্জিত অর্থেই দূতাবাস এবং কনস্যুলেটের কর্তাব্যক্তিরা বিদেশে মারসিডিজ হাঁকান আলিশান বাড়িতে থাকেন এই অপ্রিয় সত্যটি যাতে কেউ ভুলে না যায়।
🇧🇩 মাঈনুল ইসলাম নাসিম, অনলাইন এক্টিভিস্ট।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2023 DeshPriyo News
Designed By SSD Networks Limited
error: Content is protected !!