শুক্রবার, ০২ জুন ২০২৩, ০৬:৪২ অপরাহ্ন

জেনে শুনে আমার দলকে দেউলিয়া করতে পারিনা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২২ মে, ২০২৩
  • ১০৫৩ বার
এড. কামরুল ইসলাম
এড. কামরুল ইসলামঃ ব্যক্তি কেন্দ্রিক রাজনীতির কুফল ভোগ করতে হচ্ছে বরুড়া উপজেলা আওয়ামী লীগারদের । এর জন্য আমরা প্রত্যেকেই কম-বেশি দায়ী ।
জাতীয় নির্বাচনকে টার্গেট করে, দালালরা নৌকা ছিদ্র করেছে । এই ছিদ্র দিয়ে বিএনপি প্রার্থীর টাকা দালালদের মাধ্যমে আওয়ামী ভোটারদের কাছে পৌঁছানো হবে I দালালদের বুকে থাকবে নৌকা ব্যাজ,অন্তরে থাকবে ধানের শীষ ।মুখোশধারীরা একই মায়ের পেটের দুই ভাই এবং ওরা ব্যবসায়ীক পার্টনার । ওদের পরিকল্পনা, মনোনয়ন নয় ,দুইজনের যেকোনো একজন এমপি হবে ।
আমি ৯০ থেকে ছাত্ররাজনীতিতে ওতপ্রোতভাবে জড়িত I ৯২ সনে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্র সংসদ নির্বাচন করে সাহিত্য পত্র সম্পাদক , ৯৭ সনে কুমিল্লা আইন কলেজ ছাত্র সংসদ নির্বাচন করে জিএস এবং ৯৯ সনে নির্বাচন করে ভিপি নির্বাচিত হই I
নব্বই দশকের বিভিন্ন আন্দোলনে দেখেছি, ছাত্র সংগ্রাম পরিষদের সাহসী নেতৃবৃন্দ কিভাবে দালালদের পাঞ্জাবি ধরে টান দিয়েছিল I এই দালালদের অতীত বিশ্লেষণ করলে দেখবেন , এই দালালরা অতীতে জাতীয় পার্টি অথবা বিএনপি করতো I দালালদেরকে দালাল বলার সৎ সাহস থাকতে হবে সকলের ।
সকলের প্রতি অনুরোধ, ভবিষ্যতে জয়বাংলা মিছিলে ,স্লোগান দেবেন, “দালালি না রাজপথ I”দেখবেন, বিরানি খাওয়ার পরে দালালরা ঘর থেকে বের হবে না ।
এ কথাগুলো লিখেছি এইজন্য, আমি জেনেশুনে আমার দলকে দেউলিয়া করতে পারিনা ।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু I
এড. কামরুল ইসলামঃ সাংগঠনিক সম্পাদক,কুমিল্লা জেলা আওয়ামী লীগ,
 প্রয়াত সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা এম এ হাকিম পুত্র

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2023 DeshPriyo News
Designed By SSD Networks Limited
error: Content is protected !!