“টিক টকে’ পরিচয় এরপর ব্যাকমেইল করে ধর্ষণের অভিযোগে শুক্রবার ইতালির ভেনিসে (মেেস্ত্র)থেকে এক বাংলাদেশি যুবককে(২৪) গ্রেফতার করেছে পুলিশ।
ধর্ষনের শিকার কিশোরীর বয়স ১৭ বৎসর। ২০১৯ সনে তাদের পরিচয় টিক টকের মাধ্যমে।সেই কিশোরীও বাংলাদশী বলে জানা গেছে। পরিচয়ের পর তাদের মধ্যে ভিডিও ও স্থির চিত্র বিনিময় হত। এক পর্যায়ে কিশোরীর আপত্তিকর ছবি তুলে যুবক।এরপর সেই ছবি প্রকাশের হুমকি দিয়ে শারিরীক নির্যাতন ও ধর্ষণ করে পুলিশকে জানিয়েছে।
স্থানীয় গণমাধ্যমে বিষয়টি প্রকাশিত হওয়ার ইতালিতে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে।
ইতালির ভেনিস বাংলা স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি কামরুল সৈয়দও এই তথ্য নিশ্চিত করেছেন।
Leave a Reply