শুক্রবার, ০২ জুন ২০২৩, ০৫:৫৪ অপরাহ্ন

নেদারল্যান্ডসে আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সংবাদ বিজ্ঞপ্তি
  • আপডেট টাইম : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ৩৮৯ বার

নেদারল্যান্ডস আওয়ামী লীগের আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের  ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে  আললোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে  অংশ নেন  ইউরোপের বিভিন্ন দেশের আওয়ামী লীগ  সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ । মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দেশের বৃহত্তম ও প্রাচীন ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী, ১৯৪৯ সালের এই দিনে পুরনো ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয়।
১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের অবসান এবং ভ্রান্ত দ্বি-জাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান প্রতিষ্ঠা। অতঃপর বাঙালি জাতির উপর পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর অত্যাচার, নির্যাতন, চরম অবেহলা ও দুঃশাসনে নিষ্পেষিত বাংলার জনগণের মুক্তি ও অধিকার প্রতিষ্ঠায় প্রতিষ্ঠিত হয় আওয়ামী লীগ।
“শেখ হাসিনা দেশে না ফিরলে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারতো না।”

২৭শে জুন, গতকাল বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেদারল্যান্ডসে আওয়ামী লীগের ভার্চুয়াল আলোচনা সভায় বক্তব্য বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৯৭০ সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে ১৬০ টি আসনের মধ্যে ১৫৮ টি আসন জয়লাভ করে যা পুরো পাকিস্তানের ৩০০ আসনের মাঝে ১৫৮ টি আসন। এর সাথে মহিলা আসন যোগ হয়েছে। ১৯৭০ সালের নির্বাচনে, বাংলাদেশ আওয়ামী লীগের সম্পূর্ণ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে বিজয়ের পরেও , পাকিস্তানের জেনেরাল ইয়াহিয়া খানের নেতৃত্বে পাকিস্তানের প্রধানমন্ত্রী ভুট্টো জাতীয় পরিষদের সভা বন্ধ করলে করলে, বঙ্গবন্ধু ৭ ই মার্চ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। বঙ্গবন্ধু ঘোষণা দিলেন, এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ” এবং ২৫ সে মার্চ গ্রেফতারের পূর্বে আবার স্বাধীনতা ঘোষণা করেন।বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর, খুনি মোস্তাক এবং জিয়া দেশ চালানোর সময় , ১৯৮১ সালে , বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে ফিরে না আসলে বাংলাদেশ কখনো ঘুরে দাঁড়াতে পারতো না। এক সময়ের তলাবিহীন ঝুড়ি বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল, ইমারজিং টাইগার, উন্নয়নে বিশ্ব রেকর্ড । বাংলাদেশ আজ ৬ লক্ষ্ কোটির চেয়ে বেশি বাজেট ঘোষণা করেছে। ১ কোটি লোককে ভাতার আওতায় নিয়ে আসছে, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সবার স্বাস্থ্য সেবা নিশ্চিত করেছে। ১০১ টি আঞ্চলিক অর্থনীতিক এলাকা ঘোষণা করা হয়েছে। ঢাকার রোজ গার্ডেনকে, সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সাথে আলোচনা সাপেক্ষে ব্যাক্তি মালিকানা থেকে ক্রয় করা হয়। আজ তা বাংলাদেশ আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু জাদুঘর হিসাবে ব্যবহৃত হচ্ছে। শেখ হাসিনা সফলভাবে করোনা মহামারীর মোকাবেলা করেছেন এবং বাংলাদেশের মৃত্যুর হার সবচেয়ে কম ,

নেদারল্যানাডস আওয়ামী লীগের সভাপতি  মোঃ শাহাদাত হোসেন তপন, সাধারণ সম্পাদক মুরাদ খানের পরিচালনায় এই সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
সুইডেন আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর কবির, জার্মান আওয়ামী লীগ সভাপতি বশিরুল আলম চৌধুরী সাবু, অস্ট্রিয়া আওয়ামী লীগ সভাপতি খোন্দকার হাফিজুর রহমান নাসিম, সুইজারল্যান্ড আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, পর্তুগাল আওয়ামী লীগ সভাপতি জহিরুল আলম জসিম,নেদারল্যান্ড আওয়ামী লীগ সভাপতি শাহাদাত হোসেন তপন , ডেনমার্ক  আওয়ামী লীগ সভাপতি মোস্তফা মজুমদার বাচ্চু ,অায়ারল্যান্ড অাওয়ামী লীগের অাহ্বায়ক বেলাল হোসেন, নরওয়ে অাওয়ামী লীগের সহ সভাপতি মোস্তাফিজুর রহমান,

বেলজিয়াম আওয়ামী লীগেরসভাপতি লতিফ সহিদুল হক ও

সাধারন সম্পাদক জাহাঙ্গীর রতন, পর্তুগাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত ওসমান, নেদারল্যানড সাধারণ সম্পাদক মুরাদ খান, স্পেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রিজভী আলম, অস্ট্রিয়া আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির, ও ফিনল্যাণ্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম , ইতালি বাংলাদেশ  প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কমরেড খন্দকার, ইতালি প্রবাসী দেশপ্রিয় নিউজের সম্পাদক সোহেল মজুমদার শিপন প্রমুখ।

নেদারল্যান্ডস আওয়ামী লীগ থেকে বক্তব্য রাখেন, সহ সভাপতি নাছিম খান অভি,সহ সভাপতি টুকু খান,সহ সভাপতি মাসুদ পাটয়ারী, উপদেষ্টা শেখ ইমতিয়াজ সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সহ অারো অনেকে, সবাই কে অশেষ ধন্যবাদ অংশ গ্রহন করার জন্য।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2023 DeshPriyo News
Designed By SSD Networks Limited
error: Content is protected !!