মঙ্গলবার পরিকল্পনা কমিশনে এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠক শেষে এম এ মান্নান বলেন, রোববার সন্ধ্যায় পরিকল্পনা মন্ত্রণালয় থেকে যাবার পথে বিজয় সরণিতে সিগনালে গাড়িতে বসে মোবাইল কথা বলছিলাম। কিছু বুঝে ওঠার আগেই কেউ একজন মোবাইল নিয়ে দৌঁড় দেয়। গাড়িতে থাকা পুলিশের গানম্যানকে বলি আমার মোবাইল নিয়ে গেল।
তিনি আরও বলেন, গাড়ি থামিয়ে গানম্যান ওই ছিনতাইকারীর পিছু নিলেও তাকে ধরতে পারেনি। মোবাইলটি নিয়ে যাওয়ার পর আমি হতভম্ব হয়ে পড়েছিলাম। ঘটনার সময় মন্ত্রীর গাড়ির জানালা খোলা ছিল। ফোনটি আমার ছেলে এক হাজার ডলারে কিনে দিয়েছিলো।
এ বিষয়ে কাফরুল থানার এসআই ফরিদুল আলম ফরিদ বলেন, মন্ত্রীর ফোন ছিনতাইয়ের ঘটনায় রোববার রাতে মামলা করেন করেন তার ব্যক্তিগত কর্মকর্তা হুমায়ন কবির। আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখে ছিনতাইকারীকে শনাক্তের চেষ্টা চলছে।
Leave a Reply