সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গ্রেফতার দেখানো হয়েছে। দেশটির স্থানীয় সময় আজ মঙ্গলবার ট্রাম্প নিউইয়র্কে ম্যানহাটনের আদালতে পৌঁছালে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়। তবে তাকে হাতকড়া পরানো হয়নি। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে আছেন। বিবিসি ও সিএনএনের লাইভ প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিবিসি বলছে, হাতকড়া পরানো না হলেও ট্রাম্পের হাতের ছাপ নেওয়া হবে। এরপর তার বিরুদ্ধে অভিযুক্তের শুনানিতে তিনি হাজির হবেন। সেখানে ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিযোগগুলো পড়ানো হবে।
২০১৬ সালে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে এক লাখ ৩০ হাজার ডলার অর্থ দেয়ার ঘটনা তদন্তের জের ধরে ওঠা এক অভিযোগে নিউ ইয়র্কের আদালতে ট্রাম্পকে গ্রেফতার দেখানো হয়েছে।
মার্কিন ইতিহাসে তিনি একমাত্র সাবেক প্রেসিডেন্ট যিনি ফৌজদারি অপরাধের মুখোমুখি হয়েছেন।
Leave a Reply