সেলিম উদ্দিন, প্যারিস থেকে:স র্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে ফ্রান্স আওয়ামী লীগ।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন বলেছেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বঙ্গবন্ধুর জীবনাদর্শ অনুসরণ করাই হবে জাতির পিতার প্রতি শ্রেষ্ঠ শ্রদ্ধা।
বুধবার (২৪ মার্চ) ফ্রান্স আওয়ামী লীগ আয়োজিত বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর এক আলোচনা সভায় অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন ইউরোপিয়ান আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা ফ্রান্স আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতি এম এ কাশেম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক , কমিউনিটি নেতা দেলোয়ার হোসেন কয়েছ।
আফজাল হোসেন আরো বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উদযাপনের মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে দেশবাসী পেয়েছে আনন্দবার্তা। করোনাসংকট জয়ী জননেত্রী জানিয়েছেন দেশের উন্নয়ন ও অগ্রগতির অমিত সম্ভাবনার কথা। স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির (সিডিপি) চূড়ান্ত সুপারিশ পেয়েছে বাংলাদেশ। শেখ হাসিনার নেতৃত্বেই জাতিসংঘ কর্তৃক গুরুত্বপূর্ণ স্বীকৃতি অর্জিত হয়েছে, উন্নয়নশীল দেশের তকমা পেয়েছে বাংলাদেশ। শেখ হাসিনার মতো যারা জনগণের উন্নয়নের রাজনীতি করেন, জনগণ তাদের পাশে থাকবে এটাই স্বাভাবিক। সুতরাং জনগণ আওয়ামী লীগ সরকারের উন্নয়নের পক্ষে আছে, দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে বরাবরের মত প্রবাসীরা সহায়তা করবে- এটাই আমাদের বিশ্বাস।
তিনি আরো বলেন, বাংলাদেশের গণতন্ত্র ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই। এত বড় বৈশ্বিক করোনা মহামারির মধ্যেও দেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন তিনি। এটা একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষেই সম্ভব হয়েছে।
আলোচনা সভায় আরো বক্তব্য দেন- বিশেষ অতিথি ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম, বিশেষ বক্তা ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।
আরো বক্তব্য রাখেন, সংগঠনের সহ সভাপতি আবুল কাশেম, শাহেদ আলী, সুব্রত ভট্টাচার্য, বাবু অবনী চন্দ্র গোপাল , সোহেলা পারভীন শোভা, নুরুল হক ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন, অধ্যাপক অপু আলম, ফয়সল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সেলিম ওয়াদা সিলু , খালেদ গোলাম কিবরিয়া, সেলিম উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক নিগার আফরোজ খান, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক মনসুর আহমেদ, যোগাযোগ বিষয়ক সম্পাদক হাসান সিদ্দিকী, প্যারিস নগর আওয়ামী লীগের সহ সভাপতি আমিনুল ইসলাম ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, যুবলীগ নেতা এস চান রহমান,লাবু চৌধুরী , ইমরান আহমদ, শাহান শহিক, আজাদ উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা সেলিম আল দীন, জয়নাল আবেদীন।
অনুষ্ঠানে আরো সংযুক্ত ছিলেন, খোকন শরীফ সাবেক প্রচার সম্পাদক ইউ আওয়ামী লীগ। ইউরোপের বিভিন্ন দেশের আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও ফ্রান্স আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply