কুমিল্লা মহানগর আওয়ামী লীগ আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ সহসভাপতি আন্জুম সুলতানা সীমা এমপি এর নেতৃত্বে আলোচনা সভা কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব ওমর ফারুকের সভাপতিত্বে, মহানগর আওয়ামী লীগের সদস্য ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শিকদার।
আলোচনায় আরো বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগ নেতা মোঃ মনির হোসেন ঝান্টু, খাদেম মোহাম্মদ ফিরোজ,মোহাম্মদ আবু তাহের , অভিজিৎ রায় চৌধুরী পার্থ,মোহাম্মদ লুৎফর বারী চৌধুরী ,অ্যাডভোকেট আনোয়ার হোসেন ,জাহাঙ্গীর আলম, পাপন পাল, কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বাবুল, জহিরউদ্দিন বুলু, কাজী নাহিদ উল হক। যুবলীগ নেতা মীর সাব্বির আহমেদ, সুমন দাস, জসিম খান , গোলাম হোসাইন তপন,আবু হানিফ, গোলাম মোস্তফা শরীফ ,গোলাম সারওয়ার কাউসার ,মিজানুর রহমান সোহাগ , ওমর ফারুক মির্জাও আবু হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় সভাপতির বক্তব্যে আলহাজ ওমর ফারুক বলেন বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। জনাব শফিকুল ইসলাম সিকদার তার বক্তব্যে আগামী দিনে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের নেতৃত্বে দলের প্রকৃত নেতাকর্মীদের মূল্যায়ন এর ভিত্তিতে অনুপ্রবেশকারী, হাইব্রিড মুক্ত, কুমিল্লা মহানগর আওয়ামী লীগ চান।
উপস্থিত আলোচনায় সকল নেতৃবৃন্দ ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস নিয়ে আলোচনা করেন। উক্ত আলোচনা সভায় কুমিল্লা মহানগর মহিলা আওয়ামী লীগ, মহানগর যুবলীগ, মহানগর ছাত্রলীগ, মহানগর কৃষকলীগ ,মহানগর স্বেচ্ছাসেবক লীগ, মহানগর তাঁতী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন হাজী মনির।
Leave a Reply