বাংলাদেশকে “দুর্দান্ত উন্নয়নের বিশাল সম্ভাবনাময় দেশ” হিসেবে দেখছে ইতালির পররাষ্ট্র এবং আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রণালয় ‘ফারনেসিনা’। বিদেশে বিনিয়োগ করতে আগ্রহী ইতালীয় শিল্প মালিক ও ব্যবসায়ী সম্প্রদায়ের মনযোগ আকর্ষণ করতে মে মাসের শেষ সপ্তাহে বাংলাদেশকে ঘিরে উপরোক্ত ইতিবাচক স্বীকৃতি প্রদান করে পররাষ্ট্র মন্ত্রণালয়। “ফারনেসিনা পের লে ইমপ্রেসে” কর্মযজ্ঞের আওতায় এবং ইতালির জাতীয় সংবাদ সংস্থা ‘আনসা’র সহযোগিতায় ‘নিউ পডকাস্ট’ সিরিজের সাম্প্রতিক প্রচারণা এটি, যাতে ঢাকায় দায়িত্বরত রাষ্ট্রদূত এনরিকো নুনসিয়াতা কর্তৃক ইতালিয়ান ভাষায় প্রদত্ত একটি অডিও বার্তাও যুক্ত করা হয় ইতালীয় বিনিয়োগকারীদের উদ্দেশ্যে।
ইতালীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পডকাস্টে বলা হয়,”আঠারো কোটি জনসংখ্যার দেশ বাংলাদেশের বিশাল বাজার হাতছানি দিচ্ছে ইতালিয়ান বিভিন্ন কোম্পানিকে। স্বল্প পারিশ্রমিক এবং যুব জনশক্তির দেশ বাংলাদেশের সাথে ইতালির বছরে দুই বিলিয়ন ইউরোর দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক বিদ্যমান। বিগ ভলিউমের এই বাণিজ্য যদিও টেক্সটাইল, ফুটওয়্যার এবং ট্যানারি ভিত্তিক, তথাপি ইনফ্রাস্ট্রাকচার, রিনিউয়েবল এনার্জি, ব্লু ইকোনমি এবং ডিজিটালাইজেশন সেক্টরে বাংলাদেশে বিশাল সম্ভাবনার দুয়ার খোলা আছে ইতালীয় বিনিয়োগকারীদের জন্য”। ফারনেসিনা পডকাস্ট আসছে দিনগুলোতে বাংলাদেশে ইতালীয় বিনিয়োগে নতুন মাত্রা এনে দেবে, এমনটাই অভিমত ইতালীয় অর্থনৈতিক বিশ্লেষকদের।
Leave a Reply