ইয়াসিন কবির জয়ঃ করোনাকালে জনস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় বাংলাদেশের দুই চিকিৎসক ভারতে ‘চিকিৎসক রত্ন’ খেতাবে ভূষিত হয়েছেন। তাঁরা হলেন চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রধান উদ্যোক্তা ও নির্বাহী জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের চিকিৎসক ডা. সালাউদ্দিন মো. তুষার। শনিবার সন্ধ্যায় আগরতলার হোটেল সোনারতরীর হলরুমে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই খেতাব প্রদান করেন। ত্রিপুরা রাজ্যের টিভি চ্যানেল হেডলাইনস ত্রিপুরা আয়োজিত অনুষ্ঠানে উভয়ের পক্ষে সম্মাননা গ্রহণ করেন ডা. বিদ্যুৎ বড়ুয়া। এ সময় খেতাবপ্রাপ্ত অপর বাংলাদেশি চিকিৎসক ডা. সালাউদ্দিন মো. তুষার অনলাইনে যুক্ত ছিলেন।
আরো সম্মাননা পেয়েছেন কলকাতার বিশিষ্ট চিকিৎসক ডা. কুণাল সরকার, ডা. অরুণা তাঁতি, ডা. শুভজ্যোতি ভৌমিক, ভেলোরের চিকিৎসক ডা. দেবাশিস দন্ড, দিল্লি ম্যাক্স হাসপাতালের চিকিৎসক ডা. কিশলয় দত্ত, হরিয়ানার চিকিৎসক ডা. জয়া দেববর্মণ, লন্ডনের চিকিৎসক ডা. ডি গোলাটি, ভাইরাস বিশেষজ্ঞ ড. পর্ণালী ধর চৌধুরী, ত্রিপুরার বিশিষ্ট চিকিৎসক ডা. প্রদীপ ভৌমিক, ডা. তপন মজুমদার ও ডা. সংগীতা চক্রবর্তী।
এছাড়াও সম্মাননা পেয়েছেন মিশনের মহারাজ স্বামী শুভাকারানানন্দ মহারাজ, দেশের প্রখ্যাত ক্রিকেট কোচ সম্বরণ ব্যানার্জী ও রাজা প্রদ্যোত কিশোর মাণিক্য। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কলকাতার প্রখ্যাত শিল্পী লোপা মুদ্রা ও শান্তনু রায় চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলকাতার বিশিষ্ট সঞ্চালক তমালী ঘোষ। হেডলাইনস ত্রিপুরার সম্পদক শ্রী প্রণব সরকার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
Leave a Reply