দেশে আরও একজনের শরীরে ওমিক্রনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে দেশে ওমিক্রন সংক্রমিত রোগীর সংখ্যা চার জনে পৌঁছাল।
জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জার (জিআইএসএআইডি) সাইটে এ তথ্য আপলোড করা হয়।
এর আগে গত ১১ ডিসেম্বর জিম্বাবুয়ে ফেরত জাতীয় নারী ক্রিকেট দলের দুজনের শরীরে করোনার নতুন ধরণ ওমিক্রন শনাক্ত হয়। পরে নতুন আক্রান্ত দুজনের মধ্যে একজন নারী, একজন পুরুষ।
জিআইএসএআইডির তথ্য অনুযায়ী, তাদের একজনের নমুনার জিনোম সিকোয়েন্স করে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআর,বি)। সোমবার ইনস্টিটিউট অব ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভ (আইদেশি) আরেকজনের নমুনার জিনোম সিকোয়েন্স জিআইএসএআইডিতে আপলোড হয়।
সরকারি প্রতিষ্ঠান আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ এস এম আলমগীর বলেন, যে দুজনের শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্ট পাওয়া গেছে, তারা দুজনই সম্প্রতি বিদেশ ভ্রমণ করেছিলেন। তাদের বাড়ি ঢাকায়।
বাংলাদেশে গত বছরের মার্চে প্রথম করোনাক্রান্ত রোগী ধরা পড়ে। এ পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৮৪ হাজার ২৩ জন। এর মধ্যে ২৮ হাজার ৬২ জন মারা গেছেন।
Leave a Reply