বাংলাদেশ-ইতালি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অমর হোক! ৪ মার্চ ২০২১ ইতালি প্রবাসী ২ লাখ বাংলাদেশির জন্য এক সম্মানজনক দিন। রাজধানী রোমে রাষ্ট্রপতি ভবন কুইরিনালে এদিন সন্ধ্যায় বাংলাদেশের নয়া রাষ্ট্রদূত মো: শামীম আহসানকে আনুষ্ঠানিক স্বাগত জানান মহামান্য রাষ্ট্রপতি সের্জো মাত্তারেল্লা। পরিচয়পত্র প্রদানের নিমিত্তে রাষ্ট্রপতি ভবনে গমন করেন বাংলাদেশের এই পেশাদার কূটনীতিক। সহধর্মিণী পেন্ডােরা চৌধুরী এবং দূতাবাসের কয়েকজন সহকর্মী সাথে নিয়ে কুইরিনালে এসে পৌঁছলে ইতালীয় সামরিক বাহিনীর তরফে গার্ড অব অনার প্রদান করা হয় বাংলাদেশের রাষ্ট্রদূতের সম্মানে। দায়িত্ব পালনকালীন সময়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করে রাষ্ট্রের এক নম্বর নাগরিক সের্জো মাত্তারেল্লা তাঁর গভীর সন্তুষ্টির কথা জানান ইতালির সাথে বাংলাদেশের বছরের পর বছর ধরে চলমান দ্বিপাক্ষিক সম্পর্কের অর্জন এবং অগ্রগতিতে। ২০০৪ থেকে ২০০৮ রাজধানী রোমেই কাউন্সিলর এবং মিনিস্টার হিসেবে মো: শামীম আহসান কর্মরত ছিলেন এমনটা জেনে আনন্দিত হন রাষ্ট্রপতি মাত্তারেল্লা। নতুন রাষ্ট্রদূত তাঁর অভিজ্ঞতা কাজে লাগিয়ে দুই দেশের সম্পর্ক আসছে দিনগুলোতে আরও মজবুত করতে অগ্রণী ভূমিকা রাখবেন, এই আমাদের আশাবাদ।
🇮🇹 মাঈনুল ইসলাম নাসিম, ফ্রিল্যান্স সাংবাদিক 🇧🇩
Leave a Reply