মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় পাঁচবিবি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে হুইপ স্বপনের বাবা শরীফ উদ্দিন মণ্ডলের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় জানাজায় অংশ নিতে আসা হুইপ স্বপনসহ ৭জনের মোবাইল ফোন চুরি করেছে একটি সংঘবদ্ধ চক্র।
পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদের হুইপ, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপনের বাবা পাঁচবিবি টিএনটি পাড়ার বাসিন্দা টিএনটির সাবেক কর্মকর্তা আলহাজ্ব শরিফ উদ্দিন মণ্ডলের জানাজা অনুষ্ঠিত হয় স্টেডিয়ামে। এ সময় হুইপ স্বপন, দিনাজপুরের হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্তসহ ৭জনের মোবাইল ফোন হাতিয়ে নিয়েছে সংঘবদ্ধ একটি চোর চক্র।
তিনি আরও জানান, জানাজায় হাজার হাজার মানুষের ভিড়ে পুলিশের নিরাপত্তার মধ্যেই কৌশলে ফোন হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। তবে মোবাইল ফোনগুলো উদ্ধারে পুলিশ ইতোমধ্যেই অভিযান শুরু করেছে।
Leave a Reply