মঙ্গলবার দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলার ২নং বাকশীমূল ইউনিয়নের আনন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে করোনা ভাইরাস প্রাদূর্ভাবের দ্বিতীয় ঢেউয়ের কারণে কর্মহীন অসহায় ৫০ পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বিদ্যা আনন্দ ফাউন্ডেশনের সহযোগিতায় কুমিল্লা ব্যাটালিয়ন ( ৬০ বিজিবি), সুলতানপুর সেক্টর এর ব্যবস্থাপনায় ও খারেরা বিওপির সহায়তায় এবং সুবেদার মোঃ হেলাল উদ্দিন এর নেতৃত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ২নং বাকশীমূল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ লিটন রেজা মেম্বার, আলোকিত যুব উন্নয়ন সংস্থার সভাপতি কলামিস্ট গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির। সামাজিক দূরত্ব বজায় রেখে এ সময় ত্রাণ সামগ্রী বিতরণ করেন খারেড়া বিওপি কমান্ডার নায়েক সুবেদার মোঃ আবদুস ছোবহান,হাবিদার মোঃ জাহাঙ্গীর আলম, নায়েক লক্ষণ কুমার সহ খারেরা বিওপির সৈনিকবৃন্দ। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল,চাউল,চিনি,আটা,তৈল,ডাল,খেজুর, ছোলা ও লবন ।
Leave a Reply