বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ১১:২৩ পূর্বাহ্ন

বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় নিজেকে জড়িয়ে রাখতে চাই: এড. জাহাঙ্গীর

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৩ মে, ২০২১
  • ৪৫৬ বার
গাজী জাহাঙ্গীর আলম জাবির,কুমিল্লা।। কুমিল্লা-৫ আসনের উপ-নির্বাচনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম সরকার জানু বলেন, আমি মুক্তিযোদ্ধার চেতনায় নিজেকে তৈরী করেছি, ছাত্র জীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রানিত হয়ে অদ্যবধি আওয়ামীলীগের রাজনীতির সাথে নিজেকে জড়িয়ে রেখেছি।
 রোববার দুপুরে কুমিল্লা নগরীর একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে মতবিনিয়ম সভায় তিনি এক কথাগুলো বলেন। তিনি আরো বলেন, বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলাবাসীর সেবায় আগামী দিনগুলোতে নিজেকে জড়িয়ে রাখতে চাই, আমি নেতা নয় সেবক হিসেবে বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলাবাসীর পাশে থাকতে চাই।
এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম সরকার জানু ১৯৮০ সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সংসদে বাংলাদেশ ছাত্রলীগের প্যানেলে সদস্য নির্বাচিত হন। ১৯৮৪ সালে বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও পরে আহবায়ক নির্বাচিত হন। এছাড়া তিনি জাতীয় ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ঢাকা মহানগর জাতীয় ছাত্রলীগের সহ-সভাপতি, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য এবং সর্বশেষ বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির তথ্য ও যোগাযোগ বিষয় উপ-সম্পাদক ছিলেন। এছাড়া তিনি জাতীয় দৈনিক মুক্তমত পত্রিকার প্রকাশক ও সম্পাদক। তিনি কুমিল্লা- ৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে উপ-নির্বাচনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশা করে বলেন, আমি মনোনয়ন পেলে ও নির্বাচিত হলে বুড়িচং-ব্রাহ্মনপাড়া উপজেলা থেকে মাদক, দূর্নীতি ও সন্ত্রাস নির্মূল করবো, পাশাপাশি দুই উপজেলার মানুষের খাদ্য ও কর্মসংস্থানের ব্যবস্থা করার চেষ্টা করবেন বলে আশাবাদ ব্যর্থ করেন এবং সকলের দোয়া ও সমর্থন আশা করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2023 DeshPriyo News
Designed By SSD Networks Limited
error: Content is protected !!