আমি জীবনে ভাল মানুষ দেখেছি কি না?
হ্যাঁ, একজনের নাম বলতে পারি। তাকে আপনারা চেনবেন না। তার কথা না হয় বলবো পরে। তার মধ্যে আমি ভাল মানুষের গুণ সমুহ দেখেছি। অতি গরীব মানুষ। স্ব শিক্ষায় শিক্ষিত। দশ ক্লাসের বেশী পড়াশোনা ছিলো না তার। তিনি আর ইহজগতে নাই। তবে তাকেও কেউ কেউ এতো ভাল বলে মানতেন না। আমি তাকে তবু এক নম্বরে রেখেছি।
পিতা মাতা প্রত্যেকের জীবনে ভাল মানুষ। অনেকের কাছে ভাল মানুষ তার শিক্ষক, মসজিদ বা মক্তবের ইমাম সাহেব। তবে এখন এ মত দেবার মানুৃষের সংখ্যা কম হবে বলে মনে হয়।
যাদের পীর সাহেব আছেন, যার কাছে তিনি মুরিদ বা খলিফা হয়েছেন, তাকে নিশ্চয়ই তিনি ভাল মানুষ বলবেন। অন্য কেউ আবার তার ঘোর সমালোচনা করবেন।
১.তবে কি জীবনে কেউ প্রকৃত ভাল মানুষ বলে কাউকে পায় না? যাকে সবাই ভাল বলে?
২.অথবা, নিশ্চয়ই অনেকেই তার জীবনে বেশ কয়জন ভাল মানুষ পেয়েছেন।
৩. অথবা, মুল কথায়ই আসা যাক! ভাল মানুষ কাকে বলে? এ বিষয়ে কি কোন সর্ববাদী সংজ্ঞা আছে? না কি নাই!
৪. আপনার জীবনে ভাল মানুষ পেয়েছেন কি? যাকে অন্য সকলেও ভাল বলেছেন?
৫. না কি, আপনি নিজেকে একজন ভাল মানুষ হিসাবে মনে করছেন? যা আমি করতে পারছি না!
ডাঃ ইকবাল আনোয়ারঃ সাবেক সভাপতি, বিএমএ , কুমিল্লা
Leave a Reply