প্রেস বিজ্ঞপ্তিঃ এ বছর রোজার মধ্যে স্বাধীনতা দিবস হওয়ায় আলাদা রকম মাত্রা পেয়েছে। প্রবাসীরা সারাদিন রোজা রেখে সংগঠিত ভাবে ইফতারের মাধ্যমে দিনটি উদযাপন করেছেন।ইতালির ভেনিসের প্রতিটি কম্যুনিটি মসজিদে বিশেষ ইফতারির আয়োজন করা হয়। এতে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশিরা শিশু কিশোরসহ যোগ দেন।
ভেনিসের বাংলাদেশ জাতীয়তাবাদ দল, বিএনপি ও জাতীয়তাবাদী যুব দল যৌথ ভাবে ২৬ মার্চ, বিকেলে মেসত্রের একটি রেষ্টুরেন্টে আলোচনা সভা এবং ইফতার মাহফিলের আয়োজন করে। এতে সংগঠন দুটির কয়েকশ প্রবাসী নেতাকর্মী যোগ দেন।
ভেনিস বিএনপির সভাপতি আবদুল আজিজ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধন অতিথি ছিলেন, ভেনিস বিএনপির প্রধান উপদেষ্টা শামিম দেওয়ান। বিশেষ অতিথি ছিলেন, সংগঠনের সিনিয়র নেতা আজহার শরিফ। সাধারণ সম্পাদক শমসের আকবির পলাশের উপস্থাপনায় আলোচনা সভায় বক্তৃতা করেন ভেনিস বিএনপি এবং যুব দলের নেতৃবৃন্দ। ইফতার মাহফিলের দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম। তিনি মুক্তিযুদ্ধে অংশ নেয়া সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, ইফতারের আগ মুহুর্তে আল্লাহ দোয়া কবুল করেন। আমরা দোয়া করি, সকল মুক্তিযোদ্ধাকে আল্লাহ বেহেস্তের উচু মাকাম দান করবেন এবং জীবীতদের সম্মান আরো বাড়িয়ে দেবেন। তিনি দেশের রাজনৈতিক এবং আর্থিক সংকট নিরসনে আল্লাহর মদদ প্রার্থনা করেন।
Leave a Reply